Breaking

Sunday, April 26, 2020

Some General Science Questions and Answer Set-2:সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন

Some General Science Questions and Answer Set-2

সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন সেট-২ ,Some General Science Questions Set-2.
Some General Science Questions 
নমস্কার  দর্শকেরা,
প্রত্যেক বছর WBCS/SSC/PSC/Police এই রকম ধরনের পরীক্ষায় General Science থেকে প্রচুর প্রশ্ন এসেই থাকে, তাই General Science থেকে খুঁটিনাটি প্রশ্ন জেনে রাখা প্রয়োজন।নিচে এক সেট General Science থেকে প্রশ্ন দেওয়া হল। 

Some General Science Questions and Answer: সাধারণ বিজ্ঞান সম্ভাব্য প্রশ্নোত্তর-

1. ' Heart of heart ' কাকে বলা হয় ? 
উত্তর=) হিজ ’এর বাণ্ডিল ।
2. অপরিহার্য ফ্যাটি   অ্যাসিডের সংখ্যা ক’টি ?
উত্তর=)  ৩ টি ।
3. ক্যাসিমির  ফ্রাঙ্ক কোন বছর ভিটামিন আবিষ্কার করেন ? 
উত্তর=) ১৯১২ সালে।
4. দু’টি নিউরোনের মধ্যবর্তী শুন্যস্থান কত  ?
উত্তর=) ২০০-৩০০ A .
5. মৃত্যুর পর পেশী কঠিন হয়ে পড়ার কারণ কী ?
উত্তর=) ATP স্বল্পতা ।
6. ক্রোমোজোমের নিউক্লিওজোম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
উত্তর=)  আর্থার কর্নবার্গ ।
7. BCG এর তিনটি শব্দ কী ? 
উত্তর=) Bacillus of Calmette and Guerin .
8. নিষেকের পর কোশের ক্রোমোজোম সংখ্যা কত হয় ? 
উত্তর=) ২n .
9. বাগান শামুক কাকে বলে ?
উত্তর=) Achatina sp .
10. কোন স্তন্যপায়ী প্রাণীর RBC নিউক্লিয়াস যুক্ত হয় ? 
উত্তর=) উট ।
11. পারনিসিয়াম অ্যানিমিয়া কোন  ভিটামিনের অভাবে ঘটে ? 
 উত্তর=) ভিটামিন B12 .
12. মহিলাদের অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায় ? 
উত্তর=) ৪০-৪৫ বছর ।
13. হাঙর মাছের কতগুলি ফুলকাছিদ্র আছে ?
উত্তর=) ৫-৭ জোড়া ।
14. যেসব প্রাণীর রাত্রিকালীন মল ভক্ষণ করার অভ্যাস আছে , তাদের কী বলে ?
উত্তর=) কপ্রোফ্যাগি ( যেমন - গিনিপিগ ) ।
15. কোন আঁশ খালি চোখে দেখা যায় না ?
উত্তর=) প্ল্যাকয়েড ।
16. পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি উৎপাদিত অর্থকরী ফসল কোনটি ?
উত্তর=) পাট ।
17. কোন প্রাণী স্তন্যপায়ী কিন্তু গায়ে  লোম নেই ? 
উত্তর=) তিমি ।
18. ক্রেবস চক্রের মাধ্যমে মোট কত অণু  ATP তৈরি হয় ? 
উত্তর=) ১২ অণু ।
19. ক্ষুদ্রান্ত্রের 'C' আকৃতির অংশকে কী বলে ?
উত্তর=)  ডিওডিনাম ।
20. দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কী বলে ? 
উত্তর=) ইডিমা ।
21. বেশি মাত্রায় ভিটামিন গ্রহণ করলে  কী লক্ষণ দেখা যাবে ? 
উত্তর=) তন্দ্রাচ্ছন্নতা,শিরঃপীড়া।
22. বায়োটিন কোন ভিটামিনকে বলে ?
উত্তর=) ভিটামিন H বা , কোএনজাইম R .
23. দেহে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা  কত ?
উত্তর=) ১৫০-২৫০ mg / ১০০ ml রক্ত ।
24. ফ্যাট কীসে দ্রবণীয় ?
উত্তর=) ইথার , ক্লোরোফর্ম ।
25. হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ? 
উত্তর=) বাম নিলয় ।
26. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তর=)  ভেগাস স্নায়ু ।
27. Pregnancy Test ' কোন হরমোনের উপস্থিতি নির্ণয় ?   
উত্তর=) হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন ।
28. অক্সিটোসিন হরমোন কীসে সাহায্য করে ?  
উত্তর=) তরল মূত্র রেচনে ।
29. কোন হর্মোন রক্তচাপ বাড়ায় ?
উত্তর=) অ্যাড্রেনালিন ।
30. মূত্রে পুঁজ ও WBC থাকলে তা কী রোগ ?
উত্তর=) পাইয়ুরিয়া ।
31. বৃক্কে প্রতি মিনিটে কী পরিমাণ রক্ত প্রবাহিত হয় ? 
উত্তর=)  ১২০০ মিলিলিটার ।
32. কোশ বিভাজনের কোন দশায় ' বোকে স্টেজ ' দেখতে পাওয়া যায় ? 
উত্তর=) লেপ্টোটিন উপদশায় ।
33. বায়োইনডেক্স ’ বলতে কী বোঝায় ? 
উত্তর=) জন্মহার/ মৃত্যুহার ।
34. ভারতের ‘ পপুলেশন পলিসি ’ কোন বছর শুরু হয় ? 
উত্তর=) ১৯৭৬ সালে ।
35. এক কাপ চায়ে কত মিলিগ্রাম ক্যাফিন পাওয়া যেতে পারে ?
উত্তর=) ৬০ মিলিগ্রাম ।
36. একটি বাস্তুতন্ত্রের কোন প্রজাতি বিনষ্ট হলে গোটা বাস্তুতন্ত্র বিপন্ন হতে পারে ?
উত্তর=) Keystone species .
37. রক্তে ইউরিয়ার স্বাভাবিক পরিমাণ কত ? 
উত্তর=) ১৮-৩০ মিলিগ্রাম ১০০ মিলিলিটার ।
38. অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে সালোকসংশ্লেষের অবনতিকে কী বলে ? 
উত্তর=) Warburg Effect .
39. কোন শাকে ভিটামিন A সবচেয়ে বেশি থাকে ?
উত্তর=) ধনে পাতা।
40. বাইপিনেরিয়া লার্ভা কোন প্রাণীর ক্ষেএে দেখতে পাওয়া যায় ? 
উত্তর=) তারামাছ।
Some General Science Questions and Answer Set-2
* general science gk set- 1- Click here.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
* নতুন চাকরির আপডেট পেতে  - এখানে ক্লিক করুন
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

 G.K for job test

এই channel এ প্রতিদিন জেনারেল নলেজ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়া হয়। পোস্ট টি ভালো লাগলে পেজের ডান দিকের লাল রঙের  bell icon টা press  করে চ্যানেলটি  subscribe করুন পোস্ট  টি share  করুন।

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know