Breaking

Friday, May 15, 2020

WBCS/PSC/SSC পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্ন।

WBCS/PSC/SSC পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্ন।

WBCS/PSC/SSC পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্ন।

 WBCS/PSC/SSC পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্ন।


1. কেন্দ্রীয় সরকার কবে ‘ শ্রম সুবিধা পোর্টাল ’ চালু করে ?
উত্তর:) ২০১৪ সালের ১৬ অক্টোবর।
2. বিশ্ব বাণিজ্য সংস্থায় ক’টি দেশ রয়েছে ? 
উত্তর:) ১৬৪ টি ।
3. ‘ জননী শিশু সুরক্ষা কার্যক্রম প্রকল্প কবে থেকে চালু হয় ? 
উত্তর:) ২০১১ সালের ১ জুন ।
4. ভারত থেকে প্রায় কত লাখ টনের মতো ফেরো অ্যালয় রফতানি করা হয় ?
উত্তর:) ১০ লাখ টন ।
5. জিএসটি নেটওয়ার্ক তৈরি করেছে কোন সংস্থা ?
উত্তর:) ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এন-আই-সি) ।
6. রিজার্ভ ব্যাঙ্ক ক’টি সংস্থাকে পেমেন্টস ব্যাঙ্কের জন্য লাইসেন্স দেয় ?
উত্তর:)  ১১ টি ।
7. পশ্চিমবঙ্গের হাওড়ায় আইটিসি’র কটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে ?
উত্তর:) ৩ টি ( হাওড়ার ধূলাগড় , উলুবেড়িয়া ও পাঁচলায় )।
8. ভারতে কত সাল থেকে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি চালু হয় ?
উত্তর:) ১৯৯৫ সাল থেকে ।
9. পূর্ব ভারতে প্রথম ব্যাঙ্কিং পরিষেবা ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে কোন ব্যাঙ্ক ? 
উত্তর:) বন্ধন ব্যাঙ্ক ।
10.ইউকো ব্যাঙ্কের এমডি ও সিইও এখন কে ? 
উত্তর:) এ কে গোয়েল ।
11. পেট্রোলিয়াম ও রসায়ন শিল্পের জন্য লগ্নি অঞ্চল নীতি কবে প্রথম চালু হয় ? 
উত্তর:) ২০০৭ সালে । 
12. কালো টাকা রুখতে কেন্দ্রীয় সরকার কবে বেনামি সম্পত্তি লেনদেন প্রতিরোধ আইন চালু করে ? 
উত্তর:) ২০১৬ সালের ১ নভেম্বর।
13. উজ্জীবন স্মল ফিনান্সব্যাঙ্ক কলকাতায় শাখা চালু করে কবে ? 
উত্তর:) ২০১৭ সালের ২৮ এপ্রিল ( ৫ টি শাখা ) ।
14. ছবি পাঠানোর অ্যাপ স্ন্যাপচ্যাট কোন স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয়েছে ? 
উত্তর:) নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ।
15. ভারতের প্রথম আন্তর্জাতিক এক্সচেঞ্জ ইন্ডিয়া আইএনএক্স চালু হয় কবে ?
উত্তর:)  ৯ জানুয়ারি ।
16. সম্প্রতি ঋণপত্রের মাধ্যমে কত কোটি টাকা তুলল এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিংস ?
উত্তর:) ৭,০০০ কোটি টাকা ।
17. পূর্ব ভারতের বৃহত্তম সিঙ্গল - শেড রুফটপ সৌর প্রকল্প কোনটি ?
উত্তর:) নীলগঞ্জে কেভেন্টার অ্যাগ্রোর কারখানায় স্বচ্ছ শক্তি উৎপাদনকারী সংস্থা বিক্রম সোলারের সিঙ্গল - শেড রুফ টপ সৌর প্রকল্পটি ।
18.নগদহীন লেনদেন ব্যবস্থা চালুর উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাবে আধার পে চালু করল কোন ব্যাঙ্ক ? 
উত্তর:) আইডিএফসি ব্যাঙ্ক ।
19.  ভারত তথা বিশ্বে প্রথম সৌরবিদ্যুৎ চালিত রেফ্রিজারেটর আনল কোন সংস্থা ? 
উত্তর:) স্যামসাং ইন্ডিয়া ।
20. গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা ও সংলগ্ন এলাকায় । প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে রাজ্যের কোন সরকারি সংস্থা ? 
উত্তর:) গ্রেটার ক্যালকাটা গ্যাস  সাপ্লাই কর্পোরেশন ।
21. কেন্দ্রীয় সরকারের বটনেট ক্লিনিং অ্যাণ্ড ম্যালওয়্যার অ্যানালিসিস সেন্টার কোথায় রয়েছে ? 
উত্তর:) দিল্লিতে ।
22. জনসাধারণকে কম্পিউটার বা মোবাইল ফোনের জন্য নিখরচায় অ্যান্টিভাইরাস দিতে বটনেট ক্লিনিং অ্যাণ্ড ম্যালওয়্যার অ্যানালিসিস সেন্টার তৈরিতে কেন্দ্রীয় সরকার ৫ বছর ধরে মোট কত টাকা খরচ করেছে ?
উত্তর:) ৯০ কোটি টাকা ।
23. ভারতের সাইবার নিরাপত্তা নজরদার সংস্থা সার্টইনকে ন্যাশনাল সাইবার কো - অর্ডিনেশন সেন্টার তৈরি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রক । এজন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার ? 
উত্তর:) ৯০০ কোটি টাকা ।
24. অবাধ বাণিজ্যের লক্ষ্যে বিশ্ব বাণিজ্য  সংস্থার আওতায় ট্রেড ফেসিলিটেশন চুক্তি চালু হয় কবে ? 
উত্তর:) ২০১৭ সালের ২২ ফেব্রয়ারি  ( বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬৪ সদস্য দেশের দুই - তৃতীয়াংশ এতে অনুমোদন দেয় ) ।
25. ভারতে সম্প্রতি অ্যাম্বাসাডর ব্র্যান্ড ও ট্রেডমার্ক কত কোটি টাকায় ফরাসি পিএসএ  গোষ্ঠীর কাছে বিক্রি করেছে সি.কে বিড়লা  ? 
উত্তর:) ৮০ কোটি টাকায় ।
26. দেশে পেমেন্টস ব্যাঙ্ক চালু করতে ভারতী এন্টারপ্রাইজ ও কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের যৌথ উদ্যোগে মোট কত কোটি টাকার লগ্নি হয়েছে ?
উত্তর:) ৩,০০০ কোটি টাকা ।
27. প্রধানমন্ত্রী উজ্জ্বলা  যোজনায় দারিদ্রসীমার নিচে থাকা পরিবারের মহিলাদের রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার তালিকায় কোন স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ? 
উত্তর:) দ্বিতীয় ( ১৯.৫ লাখ সংযোগ ) ।
28. বম্বে স্টক এক্সচেঞ্জ'এর শাখা ইন্ডিয়া আইএনএক্স তৈরি হয়েছে ভারতের কোন সার্ভিস সেন্টারে ? 
উত্তর:) গুজরাত ইন্টারন্যাশনাল ফিনান্স টেক ( গিফট ) সিটি’র ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টারে ।
29. পেনশন ব্যবস্থার আমূল বদল  ঘটিয়ে কবে থেকে ন্যাশনাল পেনশন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের  যোগ দেওয়া বাধ্যতামূলক করে থেকে কেন্দ্রীয় সরকার ? 
উত্তর:) ২০০৪ সাল থেকে ।
30. এইচডিএফসি ব্যাঙ্কের চ্যাটবট বা , যন্ত্রমানবী ইভা তৈরি করেছে বেঙ্গালউরুর কোন স্টার্টআপ সংস্থা ? 
উত্তর:) সেন্সফোর্থ ।
31. রিলায়েন্স জিও বাণিজ্যিকভাবে পুরোপুরি মোবাইল পরিষেবা চালু করে কবে ?  
উত্তর:) ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর ।
32. পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করে । তা বিক্রি করে আয় বাড়ানোর কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার কোন পুরসভা ?
উত্তর:) উত্তরপাড়া পুরসভা । 
33. ভারত বিশ্বে সোনা আমদানিতে কোন স্থানে রয়েছে ? 
উত্তর:) দ্বিতীয় ।
34. পশ্চিমবঙ্গের প্রথম নিজস্ব ‘ সুপার ক্রিটিক্যাল’ তাপবিদ্যুৎ ইউনিট কোথায় গড়া হবে ?
উত্তর:) মুর্শিদাবাদের সাগরদিঘিতে ।
35. কর্মীদের বাড়িতে বসেই কাজ করার সুবিধা দিতে ‘ ওয়ার্কফ্রম হোম’পরিষেবাশুরু করে কোন ব্যাঙ্ক ? 
উত্তর:) ভারতীয় স্টেট ব্যাঙ্ক ।

......................................................................................................................................................................................................................................................................................................................................

***এই ওয়েবসাইটে এ প্রতিদিন  চাকরির প্রস্তুতি ও সাথে চাকরির খবর আপডেট দেওয়া হয়। পোস্ট টি ভালো লাগলে পেজের ডান দিকের লাল রঙের  bell icon টা press  করে চ্যানেলটি  subscribe করুন পোস্ট  টি share  করুন।






No comments:

Post a Comment

If you have any doubts, please let me know