PSC Clerkship Exam question 2019-20
![]() |
| PSC Clerkship Exam question 2019-20 |
* ভূমিকা- ভারতের যে সমস্ত পরীক্ষা পাব্লিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ পদের পরীক্ষা পরে।
*এই পরীক্ষাটি দুটি পার্টে ভাগ করা হয়েছে । তার মধ্যে,
* প্রথম পার্টে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের উত্তর লিখতে হয়।
* দ্বিতীয় পার্টে ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্নের উত্তর লিখতে হয়।
* প্রথম পার্টে - ( 1 ) ইংরিজি - ৩০ নম্বর , ( 2 ) জেনারেল স্টাডিজ - ৪০ নম্বর , (3)অ্যারিথমেটিক - ৩০ নম্বর ।
* নীচে উপরিক্ত পরীক্ষাটির কিছু প্রশ্ন দেওয়া হল -
* (উত্তরগুলি নীচেরদিকে দেওয়া আছে)
PSC Clerkship Exam question 2019-20
1. ২০১৯ -এ বীরচক্র সম্মান পাচ্ছেন -উত্তর= ( A ) অমিতরঞ্জন বর্মা ( B ) এস , এস . মির্জা (c ) অনিনন্দন বর্তমান ( D ) মীনা ত্রিপাঠী ।
2. দীনেশ শর্মা বর্তমানে যোগী আদিত্যনাথ সরকারের -
উত্তর= ( A ) মুখ্য সচিব ( B ) স্বরাষ্ট্রমন্ত্রী ( c ) উপমুখ্যমন্ত্রী ( D ) মিডিয়া প্রধান।
3. 'World Press Freedom Index' এ ভারতের স্থান -
উত্তর= ( A ) 44 ( B ) 82 ( C ) 140 ( D ) 32
4. Piyush Hazarika বর্তমানে অসম সরকারের ------------------------- পদের দায়িত্বে আছেন ?
উত্তর= ( A ) নগরোন্নয়ণ মন্ত্রী ( B ) শিক্ষামন্ত্রী রাজ্যে ( C ) সচিব ( D ) বিদেশমন্ত্রী।
5. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বর্তমান বয়স -
উত্তর= ( A ) ২৫ বছরে ( B ) ২২ বছরে ( C ) ২৮ বছরে ( D ) ৩০ বছরে ।
6. রোহিত কনসল ছিলেন জম্মু ও কাশ্মীর প্রশাসনের -
উত্তর= ( A ) মুখপাত্র ( B ) ডিজি ( C ) সেনাপ্রধান ( D ) ADG
7. NRC বিষয়ে সুপ্রিম কোর্টের মামলা সন্তুষ্ট করতে পারল না অসম সরকার ও NCR মামলার মূল আবেদনকারী -
উত্তর= ( A ) অসম পিওপল পার্টি ( B ) অসম ট্রাস্ট অফ পাবলিক ( C ) অসম এন . জি . ও ( D ) অসম পাবলিক ওয়ার্কস ।
8. কলকাতার বর্তমান শেরিফ কে ?
উত্তর= ( A ) চিত্ততোষ মুখোপাধ্যায় ( B ) সমরেশ মজুমদার ( C ) মণিশংকর মুখোপাধ্যায় ( D ) পবিত্র সরকার ।
9. বিশ্বে প্রথম কর্ণিয়া প্রতিস্থাপন হল -
উত্তর= ( A ) চিন ( B ফ্রান্স ( C ) ইতালি ( D ) জাপান ।
10. কুসিনেলি বর্তমানে ট্রাম্প প্রশাসনের -------------------- দফতরের ডিরেক্টর ।
উত্তর= ( A ) বাণিজ্য দফতর ( B ) মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দফতর ( C ) সেনা ও নৌবাহিনী দফতর ( D ) কোনোটিই নয় ।
11. বড়নগর রেলস্টেশনটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর= ( A ) অসম ( B ) বিহার ( C ) ত্রিপুরা ( D ) গুজরাত ।
12. ইগর স্তিমাচ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর= ( A ) হকি ( B ) ক্রিকেট (C) ব্যাডমিন্টন ( D ) ফুটবল।
13. অ্যান্ডি মুশজিয়েটি কোন দেশের প্রখ্যাত পরিচালক ?
উত্তর= ( A ) ইংল্যান্ড ( B ) ইতালি ( C ) ফ্রান্স ( D ) আর্জেন্টিনা ।
14. মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় রাষ্ট্রদূত এখন -
উত্তর= ( A ) এস . মোদী ( B ) পি . দত্ত ( C ) হর্ষবর্ধন শ্রিংলা ( D ) কেউই নন ।
15. রেটনো মারসুদির ইন্দেনেশিয়ার কোন পদাধিকারী ?
উত্তর= ( A ) বিদেশ সচিব ( B ) রাষ্ট্রপতি ( C ) বিদেশমন্ত্রী ( D ) পুলিশমন্ত্রী ।
16. এলেন হোয়াইট কোন খেলার সঙ্গে ?
উত্তর= ( A ) হকি ( B ) ক্রিকেট ( c ) ফুটবল ( D ) ব্যাডমিন্টন ।
17 . এস . এম . কৃষঃ কর্ণাটক সরকারের প্রাক্তন -
উত্তর= ( A ) মুখ্যমন্ত্রী ( B ) তথ্যমন্ত্রী ( C ) মুখ্য সচিব ( D ) শিক্ষামন্ত্রী ।
18. 'ধর্মনগর' ডাকঘরটি কোথায় অবস্থিত ?
উত্তর= ( A ) ত্রিপুরা ( B ) অসম ( C ) পশ্চিমবঙ্গ ( D ) মধ্য প্রদেশ ।
19. GST দিবস কবে পালন করা হয় ?
উত্তর= ( A ) ১ জুন ( B ) ১ জুলাই ( C ) ২ মার্চ ( D ) ৩ মে।
20. সুইডেনের প্রধানমন্ত্রীর নাম কী ?
উত্তর= ( A ) মারিস জনসন ( B ) স্টেফ্যান লোফভেন ( C ) স্টেয়ান লোকভিয়ান ( D ) রবার্ট প্যাট্রিক।
21. 'Pakistan Cricket coach' হিসেবে দায়িত্ব নিলেন -
উত্তর= ( A ) মহম্মদ আলি হক ( B ) মিসবা উল হক ( C ) সৈয়দ রাহানি ( b ) রশিদ খান ।
22. CIRM ( স্টেম সেল এজেন্সি ) তৈরি হয় কত সালে ?
উত্তর= ( A ) 2012 ( B ) 2014 ( C ) 2017 ( D ) 2004 ।
23. শিক্ষক দিবসে 'Institution of Eminence' সম্মান পেল -
উত্তর= ( A ) খড়গপুর আই আই টি ( B ) যাদবপুর বিশ্ববিদ্যালয় ( C ) কলকাতা বিশ্ববিদ্যালয় ( D ) সবকটি প্রতিষ্ঠান ।
24. গিউলিয়া গুইন কোন দেশের ক্রীড়াতারকা ?
উত্তর= ( A ) মার্কিন যুক্তরাষ্ট্র ( B ) জার্মানি ( C ) ইংল্যান্ড ( D ) নেদারল্যান্ডস ।
25. ইলাহিবাগ কোথায় অবস্থিত ?
উত্তর= ( A ) শ্রীনগর ( B ) ভূপাল ( C ) ত্রিপুরা ( D ) গুজরাত।
26. শীলা দীক্ষিত প্রয়াত হন এবছর কত তারিখে ?
উত্তর= ( A ) 18 জুন ( B ) 20 জুলাই ( C ) 23 জুলাই ( D ) 2 আগস্ট।
27. জঁ দ্রেজ একজন প্রখ্যাত -
উত্তর= ( A ) চিত্রপরিচালক ( B ) অর্থনীতিবিদ ( C ) চিত্রশিল্পী ( D ) সঙ্গীত পরিচালক ।
28. মানিক সরকার ত্রিপুরার —
উত্তর= ( A ) বর্তমান মুখ্যমন্ত্রী ( B ) প্রাক্তন মুখ্যমন্ত্রী ( C ) অসমের মুখ্যসচিব ( D ) অসমের বর্তমান শিক্ষামন্ত্রী।
29. সলমন রশদির মান রুশদির 'কিশট ' হল -
উত্তর= ( A ) উপন্যাস ( B ) নাটক( c ) কবিতা ( D ) প্রবন্ধ ।
30. KIFF এর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তর= ( A ) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( B ) অপর্ণা সেন ( C ) রাজ চক্রবর্তী ( D ) তরুণ মজুমদার ।
31. জাপান সরকারের 'The Order of the Rising Sun, Gold and Silver Res' সম্মান পেলেন কোন শিক্ষাবিদ ?
উত্তর= ( A ) সুকুমার সেন ( B ) অমর্ত্য সেন ( C ) অম্লান দত্ত ( D ) পবিত্র সরকার
32. জোসে লুইস ব্রাউন ----------------------দেশের প্রখ্যাত ফুটবলার ছিলেন ?
উত্তর= ( A ) ইংল্যান্ড ( B ) ইতালি ( C ) ফ্রান্স ( D ) আর্জেন্টিনা ।
33. বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের সচিব কে ?
উত্তর= ( A ) সাহানা রিবসা ( B ) মোহনেশ দাম ( C ) অতনু লাহিড়ী ( D ) দিব্যেন্দু বড়ুয়া ।
34. মালয়েশিয়া গলফে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন -
উত্তর= ( A ) শিব কাপুর ( B ) রানী রামপাল ( C ) রীতা বৰ্মন ( D ) কেউই নন ।
35. সম্প্রতি বাহামা দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছে কোন ঝড় ?
উত্তর= ( A ) পিলিন ( B ) ডোরিয়ান ( C ) সুনামি ( D ) কোনোটিই নয় ।
36. উভা গ্রামটি কোথায় অবস্থিত ?
উত্তর= ( A ) উত্তর প্রদেশের শোনভদ্রে ( B ) অসমে ( C ) ত্রিপুরা ( D ) পশ্চিমবঙ্গের মানবাজারে ।
37. আর্জেন রবেন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর= ( A ) পোলো ( B ) রাগবি ( C ) ফুটবল ( D ) হকি।
38. জেট এয়ারের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর= ( A ) নরেশ গয়াল ( B ) পি ডি সিং ( C ) এস ত্রিপাঠী ( D ) কেউই নন ।
39. গ্ল্যাভকসমস কোন দেশের সংস্থা ?
উত্তর= ( A ) চিন ( B ) রাশিয়া ( C ) ইতালি ( D ) জাপান।
40. 'বর্তমান ভারত ’ কার রচনা ?
উত্তর= ( A ) স্বামী বিবেকানন্দ ( B ) নেতাজী সুভাষচন্দ্র বসু ( C ) রাজা রামমোহন রায় ( D ) শরৎচন্দ্র চট্টোপ্যাধায়।
উত্তরপএ--
1 ( C ), 2 ( C ), 3 ( C ), 4 ( A ), 5 ( A ), 6 ( A ), 7 ( D ), 8 ( C ), 9 ( D ), 10 ( B ), 11( D ), 12 ( D ),
13 ( D ), 14 ( C ), 15 ( C ), 16 ( C ), 17 ( A ), 18 ( A ), 19 ( B ), 20 ( B ), 21 ( B ), 22 ( D ), 23 ( A ), 24 ( B ), 25 ( A ), 26 ( B ), 27 ( B ), 28 ( B ), 29 ( A ), 30 ( C ), 31 ( D ), 32 ( D ), 33 ( C ), 34 ( A ),
35 ( B ), 36 ( A ), 37 ( C ), 38 ( A ), 39 ( B ), 40 (A) .

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know