Breaking

Saturday, November 09, 2019

PSC Clerkship Examination GK question With Answer

PSC Clerkship Examination GK question With Answer



PSC Clerkship Examination
PSC Clerkship Examination GK question With Answer
ভূমিকা - ভারতের যে সমস্ত পরীক্ষা পাব্লিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ  ক্লার্কশিপপদের পরীক্ষার পরে ।
*নীচে উপরিক্ত পরীক্ষাটির কিছু প্রশ্ন দেওয়া হল।
*উত্তত্রগুলি পেতে পেজের নীচের দিকে যান।

PSC Clerkship Examination GK question With Answer

1 . কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল F নিউটন ও প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ শূন্য হলে কার্যের পরিমাণ কত?
উত্তর= ( A ) 2F ( B ) F ( C ) শূন্য ( D ) F2 ।
2 . ফেডরিক হেনরি অগস্ত বার্তোদি কোন সৌধটির নক্সাকার?
উত্তর= ( A ) আইফেল টাওয়ার ( B ) চিনের প্রাচীর  ( C ) ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ( D ) স্ট্যাচু অফ লিবার্টি।
3. প্রয়াত জগন্নাথ মিশ্র কে ছিলেন?
উত্তর=( A ) বিহারের মুখ্যমন্ত্রী ( B ) উত্তর প্রদেশের রাজ্যপাল  ( C ) অসমের রাজ্যপাল ( D ) পশ্চিমবঙ্গে মুখ্যসচিব।
4 . ভারতের বিসমার্ক বলে কে পরিচিত?
উত্তর=( A ) সর্দার বল্লভভাই প্যাটেল ( B ) মহাত্মা গান্ধী  ( C ) রাজীব গান্ধী  ( D ) নেতাজী সুভাষচন্দ্র বসু।
5. NTPC কোন রাজ্যে ভারতের বৃহত্তম সোলার পার্ক তৈরি করতে চলেছে?
উত্তর=( A ) গুজরাত ( B ) বিহার  ( C ) গোয়া ( D ) মধ্য প্রদেশ।
6. সম্প্রতি  Gandhi bike rally for peace - এর আয়োজন করল কোন দেশ?
উত্তর=( A ) থাইল্যান্ড ( B ) ইরাক  ( C ) ইতালি ( D ) সৌদি আরব।
7 . আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কোন দিন?
উত্তর=( A ) 1 মে ( B ) 3 সেপ্টেম্বর  ( C ) 1 জুন ( D ) 10 অক্টোবর।
8 . একটি অপ্রচলিত শক্তির উৎস কী?
উত্তর= ( A ) খনিজ তেল ( B ) কয়লা ( C ) খরস্রোতা নদী ( D ) সূর্যালোক।
9 . সর্বশিক্ষা অভিযান চালু হয় কত সালে?
উত্তর= ( A ) ২০০২ সালে ( B ) ২০০০ সালে  ( c ) ১৯৯৮ সালে ( D ) ২০০৪ সালে।
10 . আত্মঘাতী বাঙালী কার বিখ্যাত রচনা?
উত্তর= ( A ) নীরদ সি চৌধুরী ( B ) বিমল কর ( C ) অমিতাভ ঘোষ ( D ) বিক্রম শেঠ।
11  . একটি ব্রেড জলের ওপর ভাসে কারণ -
উত্তর= ( A ) সান্দ্রতা ( B ) পৃষ্ঠটান  ( C ) অভিকর্য ( D ) প্লবতা।
12. শ্রীহরি নটরাজ নীচের কোনটির সঙ্গে যুক্ত? 
উত্তর= ( A ) ফুটবল ( B ) সাঁতার   ( C ) ব্যাডমিন্টন ( D ) ক্রিকেট।
13. ‘ হাতারি ’ কোন রাজ্যের ধ্রুপদি নৃত্য? 
উত্তর= ( A ) তামিলনাডু ( B ) কেরল  ( C ) কর্ণাটক ( D ) মণিপুর।
14 . ‘অরণ্যের দিনরাত্রি ’ লিখেছেন কোন প্রয়াত সাহিত্যিক?    
উত্তর= ( A ) সমরেশ বসু ( B ) বিমল মিত্র ( C ) বিমল কর ( D ) সুনীল গঙ্গোপাধ্যায়।
15. কোনটি জলবাহিত ব্যাক্টেরিয়া ঘটিত রোগ?
উত্তর= ( A ) কলেরা ( B ) টাইফয়েড ( C ) দু 'টিই ( D ) কোনোটিই নয়।
16 . কার স্মৃতিতে ‘মানব সেবা পুরস্কার’ দেওয়া হয়?  
উত্তর= ( A ) মহাত্মা গান্ধী ( B ) রাজীব গান্ধী  ( C ) জওহরলাল নেহরু ( D ) ইন্দিরা গান্ধী।
17. ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত  সালে?
উত্তর= ( A ) 1990 ( B ) 1981 ( C ) 1987 ( D ) 1984।
18 .  এক (one) পাউন্ড ইউরেনিয়াম থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়?
উত্তর= ( A ) প্রায় 12000 মেগাওয়াট   ( B ) প্রায় 1000 মেগাওয়াট ( C ) প্রায় 16000 মেগাওয়াট ( D ) প্রায় 3000 মেগাওয়াট।
19 . ‘নারায়ণ ঘাট ’ কোন মহান ব্যক্তিদের সমাধিস্থল?
উত্তর= ( A ) লাল বাহাদুর শাস্ত্রী ( B ) জগজীবন রাম  ( C ) গুলজারিলালনন্দ ( D ) চৌধুরি চরণ সিং।
20 . বন সংরক্ষণ আইন পাশ হয় কত সালে?
উত্তর= ( A ) 1985 ( B ) 1980 ( C ) 1990 ( D ) 1978 .
21 . নালীপদ কী?
উত্তর= ( A ) তারা মাছের গমন অঙ্গ ( B ) কেঁচোর রেচন অঙ্গ ( C ) হাইড্রার জনন অঙ্গ ( D ) কোনোটিই নয়।
22 . জুল / ঘন্টা কোন ভৌত রাশির একক?
উত্তর= ( A ) ক্ষমতা ( B ) বল  ( C ) গতিশক্তি ( D ) কার্য।
23 . সদ্য প্রকাশিত My Life, My Mission  কার আত্মজীবনী?
উত্তর= ( A ) প্রণব মুখোপাধ্যায়  ( B ) যোগগুরু রামদেব ( C ) নরেন্দ্র মোদী ( D ) অরুণ জেটলি।
24. ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র কোথায়?
উত্তর= ( A ) তারাপুর ( B ) শোলাপুর  ( C ) কালপক্কম ( D ) ট্রম্বে।
25. কোন দেশ সহস্র হ্রদের দেশ নামে পরিচিত?
উত্তর= ( A ) তাইল্যান্ড ( B ) চিন  ( C ) ফিনল্যান্ড ( D ) জাপান।
26 . প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত?   
উত্তর= ( A ) 380° ( B ) 360°  ( C )410°   ( D ) 390°.
27 . আকরিক লোহা উৎপাদনে ভারতের স্থান
উত্তর= ( A ) প্রথম ( B ) চতুর্থ ( C ) পঞ্চম ( D ) ষষ্ঠ।
28 . ‘বাড়িওয়ালি' চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর= ( A ) তরুণ মজুমদার ( B ) মৃণাল সেন  ( C ) অপর্ণা সেন ( D ) ঋতুপর্ণ ঘোষ।
29 .‘ ওরস্টেড ’ কীসের একক? 
উত্তর= ( A ) কম্পাঙ্ক ( B ) সান্দ্রতা   ( C ) চৌম্বক তীব্রতা ( D ) আধান।
30 . সত্যজিৎ রায় কত সালে ভারতরত্নে সম্মানিত হন?
উত্তর= ( A ) 1984 ( B ) 1987 ( C ) 1992 ( D ) 1993।
31 . 'কুবেরের বিষয় আশয়' বইটির লেখক কে?
উত্তর= ( A ) বিমল কর ( B ) মতি নন্দী ( C ) বুদ্ধদেব গুহ ( D ) শ্যামল গঙ্গোপাধ্যায়।
32 . ‘গোস্বামী কমিটি ’ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
উত্তর= ( A ) বেকারত্ব ( B ) বীমা সংস্কার  ( C ) রুগ্ন শিল্প ( D ) ব্যাঙ্ক সংস্কার।
33. 2019 সালে এশিয়া সোসাইটি গেম চেঞ্জার পুরস্কার পেলেন কে?
উত্তর= ( A ) সুমিতা দত্ত ( B ) ছায়া শর্মা  ( C ) রেখা গোস্বামী ( D ) কঙ্কণা দত্ত।
34 . ‘আজুবি’ কোন দেশের ফুটবল দলকে  বলা হত? 
উত্তর= ( A ) জার্মানি ( B ) ফ্রান্স  ( C ) ইতালি ( D ) রোম।
35 . ক্যাথোড রশ্মির উপাদান কী?
উত্তর= ( A ) ইলেকট্রন ( B ) প্রোটন ( C ) নিউট্রন ( D ) আয়ন।
36. ভারতের প্রাচীনতম তেলের খনি   কোনটি? 
উত্তর= ( A ) বম্বে হাই ( B ) ডিগবয় ( C ) আঙ্কলেশ্বর ( D ) ট্রম্বে।
37 . মহম্মদ সাতায়ে  প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন -  
উত্তর= ( A ) ইরাক ( B ) প্যালেস্তাইন  ( C ) মিশর ( D ) লেবানন।
38 . সুন্দরবন অঞ্চলে প্রবাহিত একটি নদীর   নাম কী?
উত্তর= ( A ) বিদ্যাধরী ( B ) মাতলা ( C ) দু ’টিই ( D ) কোনোটিই নয় । 
39 . তামাক নিয়ন্ত্রণের জন্য WHO কর্তৃক পুরস্কৃত হল কোন রাজ্য?
উত্তর= ( A ) রাজস্থান ( B ) বিহার ( C ) পশ্চিমবঙ্গ ( D ) অসম।
40 .  পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা (ক্ষেত্রফলের দিক থেকে)কোনটি?
উত্তর= ( A ) দক্ষিণ ২৪ পরগনা ( B ) উত্তর ২৪ পরগনা ( C ) হাওড়া ( D ) কলকাতা।
41 . সত্যজিৎ রায় মোট কটি ফেলুদা কাহিনি  লিখেছেন? 
উত্তর= ( A ) 30 ( B ) 38 ( C ) 35 ( D ) 40 ।
 
উত্তরপএ --
1 ( C ),  2 ( D), 3 ( A ), 4 ( A ),  5 ( A ),  6 ( D ),  7( B ),  8 ( D ),  9 ( A ), 10 ( A ),  11 ( B ),  12( B ),  13 (C ), 14 ( D ),  15 ( C ),  16( B ),  17 ( D ), 18 ( A ),  19 ( C ),  20 ( B ),  21 ( A ),  22 ( A ), 23 ( B )  24 ( A ),  25 ( C ), 26 ( B ),  27 ( C ),  28 ( D ),   29 ( C ), 30 ( C ), 31 ( D ), 32  ( C ),  33 ( B ),
34 ( C ),  35 ( A ), 36 ( B ), 37 ( B ),  38 ( C ),  39 ( A ), 40 ( A ), 41 ( C ) .

PSC Clerkship Examination GK question With Answer

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know