Breaking

Tuesday, November 05, 2019

PSC Miscellaneous Exam G.K question and answer

 PSC Miscellaneous Exam G.K question and answer

PSC Miscellaneous Exam
 PSC Miscellaneous Exam G.K question and answer

 PSC Miscellaneous Exam G.K question and answer

1. ফটকিরির রাসায়নিক নাম কী ?
উত্তর= (A ) অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট (B ) জিঙ্ক নাইট্রেট ( C ) পটাশিয়াম ক্লোরাইড ( D ) সিলভার নাইট্রেট।
2 . 'Poor Economics ' বইটির লেখক কে ?
উত্তর=  ( A ) অমর্ত্য সেন ( B ) কৌশিক বসু  ( C ) রঘুরাম রাজন ( D ) অভিজিৎ ব্যানার্জী ।
3. UNICEF এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তর=  ( A ) জেনেভা ( B ) ব্রিটেন  ( C ) রোম ( D ) নিউ ইয়র্ক ।
4 .নীচের কোনটি  বিশ্বের বৃহত্তম সীমারেখা –
উত্তর=  ( A ) ম্যাকমোহন লাইন ( B ) তিনবিঘা করিডর  ( C )  49 তম প্যারালাল ( D ) হিন্ডেনবার্গ লাইন ।
5. WWF এর পুরো নাম কী ?
উত্তর=  ( A ) World Wildlife Fund   ( B ) World Western Function ( C ) World Whatsapp Family ( D ) World Wildlife Futility .
6. হেপাটাইটিস ‘B’ কী ধরণের রোগ ?
উত্তর=  ( A ) ভাইরাস ঘটিত রোগ  ( B ) ছত্রাকঘটিত রোগ  ( C ) ব্যাক্টেরিয়া ঘটিত রোগ ( D ) প্রোটোজোয়াঘটিত রোগ ।
7 . কোন তথ্য সঠিক নয় ?
উত্তর=  ( A ) নিস , কোয়ার্টস রূপান্তরিত শিলার উদাহরণ ( B ) মৎস্যজীবীর দেশে নামে পরিচিত নরওয়ে ( C ) হাইড্রার গমন অঙ্গ কর্ষিকা ( D ) সবক সঠিক ।
8. গেস্টাল্ট শব্দটির বাংলা প্রতিশব্দ কী ?
উত্তর=  ( A ) ক্ষেত্র ( B ) অবয়ব ( C ) প্রকৃতি ( D ) স্মৃতি।
9 . নীচের কোনটি সঠিক নয় ?
উত্তর=  ( A ) বসুন্ধরা দিবস - 12 মে  ( B ) থ্যালাসেমিয়া দিবস - 11 মে ( C ) শিশু দিবস - 14 নভেম্বর  ( D ) জাতীয় যুব দিবস - 12 জানুয়ারি ।
10 . 'MENA' কোন দেশের সংবাদসংস্থা ?
উত্তর=  ( A ) চিন ( B ) জার্মানি  ( C ) ইরান ( D ) মিশর ।
11 . দুধ হল একপ্রকার –
উত্তর=  ( A ) এরোসল ( B ) ফোম  ( C ) ইমালসন ( D ) জেল ।   
12 . সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম  হল -
উত্তর=  ( A ) কারাকোরাম ( B ) ধূপগড় ( C ) আনাইমুদি ( D ) কোনোটিই নয় ।
13. ‘বাল্টিক কাপ’ নীচের কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর=  ( A ) বেসবল ( B ) দাবা ( C ) টেনিস ( D ) গল্ফ ।
14.. প্রতিটি ক্রোমোজোমে ক্রোমোটিডের সংখ্যা ক ’টি ?
উত্তর=  ( A ) 3টি ( B ) 4টি ( C ) 2টি ( D ) 7টি।
15. ‘রং - রিং ’ কাদের মাতৃভাষা ?
উত্তর=  ( A ) লেপচা ( B ) ভীল  ( C ) সাঁওতাল ( D ) মুন্ডা ।
16. অযৌন জননের একক হল —
উত্তর=  ( A ) গ্যামেট ( B ) রেণু  ( C ) নিউরোন ( D ) জিন ।
17.   অজন্তা মেন্ডিস তিনি কোন দেশের ক্রীড়া তারকা ?
উত্তর=  ( A ) অস্ট্রেলিয়া ( B ) শ্রীলঙ্কা ( C ) চিন ( D ) ইংল্যান্ড । 
18 . ভারতবর্ষের প্রথম  রাজনৈতিক সংগঠন কোনটি ?
উত্তর=  ( A ) আত্মীয়সভা (B )  ইন্ডিয়ান অ্যাসোসিয়েসন c ) জমিদারি অ্যাসোসিয়েসন ( D ) জাতীয় কংগ্রেস ।
19 . ‘বংতু ’ নামে পরিচিত   কোন নদী ?
উত্তর=  ( A ) তিস্তা ( B ) জলটাকা  ( C ) দামোদর ( D ) মাতলা ।
20 .   আবে  আহমেদ   কোন দেশের প্রধানমন্ত্রী ?
উত্তর=  ( A ) বলিভিয়া ( B ) ইথিওপিয়া ( C ) মিশর ( D ) কাতার ।
21. 1 ইঞ্চি = কত সেন্টিমিটার ?
উত্তর=  ( A ) 2 . 09 ( B ) 3.10  ( C ) 2 . 54 ( D ) 2 . 87  .
22. মাউন্ট আবু কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর=  ( A ) সাতপুরা ( B ) অযোধ্যা  ( C ) হিমালয় ( D ) আরাবল্লী ।       
23 . ফিডল কোন যন্ত্রের আরেক নাম ?
উত্তর=  ( A ) সন্তুর ( B ) বেহালা ( C ) সেতার ( D ) বাঁশি ।
24. সাইমুম বলতে কী বোঝায় ?
উত্তর=  ( A ) বৃষ্টিপাতহীন অঞ্চল ( B ) সাহারার উষঃ বালির ঝড় ( C ) বরফ আচ্ছন্ন দেশ ( D ) সমুদ্রগর্ভ থেকে উদ্ধারকৃত জমি।
25 .কোন শহরকে ‘বাগিচানগরী ’ বলা হয় ?
উত্তর=  ( A ) সিমলা ( B ) দেরাদুন   ( C ) বেঙ্গালউরু ( D ) ভূপাল ।
26. ভারতে কোন উপজাতির সংখ্যা সর্বাধিক ?
উত্তর=  ( A ) সাঁওতাল ( B ) টোড়া   ( C ) ভীল ( D ) মুন্ডা ।
27. পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর=  ( A ) মুর্শিদাবাদ ( B ) বীরভূম ( C ) মালদা ( D ) নদীয়া ।
28. ‘রোহিং ন্যাশনাল পার্ক ’ কোথায়  অবস্থিত ?
উত্তর=  ( A ) পঞ্জাব ( B ) হিমাচল প্রদেশ  ( C ) উত্তরাখণ্ড ( D ) অরুণাচল প্রদেশ । 
29 . ভারতের রাজনৈতিক মানচিত্র তৈরি হয় কত সালে ?
উত্তর=  ( A )  1851 ( B )  1894 ( C ) 1953 ( D )  1947।
30. অক্ষিগোলকে কয়টি আবরক স্তর থাকে ?
উত্তর=  (A) 2 টি ( B ) 7টি ( C ) 3টি ( D ) অসংখ্য ।
31. 1895 সালের শিমনোশেকির সন্ধি  স্বাক্ষরিত হয়েছিল -
উত্তর=  ( A ) চিন ও জাপান ( B ) ইতালি ও ইরাক  ( C ) চিন ও ভারত ( D ) চিন ও তিবৃত ।
32. ‘বিশ্ব জনসংখ্যা দিবস’পালিত হয়-
উত্তর=  ( A ) 12  january ( B ) 21  february ( C ) 7  march ( D ) 11  july ।
33 . নিউক্লিয়াসের ভরসংখ্যা সর্বদা –
উত্তর=  ( A ) প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমষ্টি ( B ) পারমাণবিক ভর অপেক্ষা বেশি ( C ) পারমাণবিক সংখ্যার থেকে কম ( D ) ওপরের কোনোটিই নয় ।
34 . বর্তমানে ICC এর চেয়ারম্যান কে ?
উত্তর=  ( A ) মনু সাওনি ( B ) শশাঙ্ক মনোহর  ( C ) জাহির আবাস ( D ) হারুন লগাট ।
35. Animal Intelligence বইটি কে লিখেছেন ?
উত্তর=  ( A ) গোলম্যান ( B ) থর্নডাইক  ( C ) কমোনিয়াস ( D ) প্লেটো ।
36 . বাংলাভাষায় পঞ্জিকা প্রকাশিত হয়েছিল কত সালে ?
উত্তর=  ( A ) 1818 ( B ) 1807 ( C ) 1816 ( D ) 1805.
37. ভারতের প্রমাণ সময় ( IST ) বের করা হয় কোন দ্রাঘিমাকে কেন্দ্র করে ?
উত্তর=  ( A ) 82°30 ' পূর্ব ( B ) 88°30° পূর্ব ( c ) 82°30   ' পশ্চিম ( D ) 88°30 ' পশ্চিম ।
38 . নেয়াভেলি তাপবিদ্যুৎ কোন রাজ্যে  অবস্থিত ?
উত্তর=  ( A ) গুজরাত ( B ) বিহার ( C ) উত্তর প্রদেশ ( D )  টামিলনাডু ।
39 . ‘বৈতরণী ’ কোন নদীর উপনদী ?
উত্তর=  ( A ) দামোদর ( B ) মহানদী ( C ) কৃষ্ণা ( D ) কাবেরী ।
40. ‘চেচেন’ কোন দেশের জঙ্গী সংগঠন ?
উত্তর=  ( A ) তুরস্ক ( B ) নেপাল   ( C ) রাশিয়া ( D ) বাংলাদেশ।
41. ‘ভাবা অটোমিক রিসার্চ ’ কোথায় অবস্থিত ?
উত্তর=  ( A ) ট্রম্বে ( B ) ইন্দোর  ( C ) পুণে ( D ) কলকাতা ।
42.'KGB'  যে দেশের গুপ্তচর সংস্থা সেটি হল-
উত্তর=  ( A ) চিন ( B ) ইংল্যান্ড  ( C ) মার্কিন যুক্তরাষ্ট্র ( D ) রাশিয়া।
43 . বিশ্ববিখ্যাত ‘রেডস্কোয়ার ’ কোথায় অবস্থিত ?
উত্তর=  ( A ) লন্ডন ( B ) মস্কো ( C ) নিউ ইয়র্ক ( D ) বেলজিয়াম ।
44 . সদ্য প্রয়াত কাঞ্চন চৌধুরীর পরিচয়   তিনি —
উত্তর= ( A ) প্রথম ভারতীয় মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ( B ) প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট  কোচ ( C ) ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা চিকিৎসক ( D ) এর কোনোটিই নয় ।

উত্তরপএ--
1. ( A ) 2. ( D )   3. ( D )   4.( C)   5. ( A )   6. ( A )  7. ( D )  8. ( B )   9. ( A )  10. ( D )  11. ( C )
12. ( B ) 13. ( B ) 14.( C ) 15.( A ) 16 ( B ) 17. ( D )   18. ( C ) 19. ( A ) 20. ( B ) 21. ( C ) 22.( D )
23. ( B )  24. (B) 25. ( C ) 26. ( C ) 27. ( A ) 28. ( B ) 29.( C )  30. ( C ) 31. ( A )  32. ( D ) 33. ( A ) 34. ( B )35. ( B ) 36. ( A ) 37. ( A ) 38. ( D ) 39 ( B ) 40.( C )  41. ( A )  42. ( D ) 43. ( B )  44 ( A )  .

 PSC Miscellaneous Exam G.K question and answer

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know