PSC Miscellaneous Exam G.K question and answer
![]() |
| PSC Miscellaneous Exam G.K question and answer |
PSC Miscellaneous Exam G.K question and answer
1. ফটকিরির রাসায়নিক নাম কী ?উত্তর= (A ) অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট (B ) জিঙ্ক নাইট্রেট ( C ) পটাশিয়াম ক্লোরাইড ( D ) সিলভার নাইট্রেট।
2 . 'Poor Economics ' বইটির লেখক কে ?
উত্তর= ( A ) অমর্ত্য সেন ( B ) কৌশিক বসু ( C ) রঘুরাম রাজন ( D ) অভিজিৎ ব্যানার্জী ।
3. UNICEF এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তর= ( A ) জেনেভা ( B ) ব্রিটেন ( C ) রোম ( D ) নিউ ইয়র্ক ।
4 .নীচের কোনটি বিশ্বের বৃহত্তম সীমারেখা –
উত্তর= ( A ) ম্যাকমোহন লাইন ( B ) তিনবিঘা করিডর ( C ) 49 তম প্যারালাল ( D ) হিন্ডেনবার্গ লাইন ।
5. WWF এর পুরো নাম কী ?
উত্তর= ( A ) World Wildlife Fund ( B ) World Western Function ( C ) World Whatsapp Family ( D ) World Wildlife Futility .
6. হেপাটাইটিস ‘B’ কী ধরণের রোগ ?
উত্তর= ( A ) ভাইরাস ঘটিত রোগ ( B ) ছত্রাকঘটিত রোগ ( C ) ব্যাক্টেরিয়া ঘটিত রোগ ( D ) প্রোটোজোয়াঘটিত রোগ ।
7 . কোন তথ্য সঠিক নয় ?
উত্তর= ( A ) নিস , কোয়ার্টস রূপান্তরিত শিলার উদাহরণ ( B ) মৎস্যজীবীর দেশে নামে পরিচিত নরওয়ে ( C ) হাইড্রার গমন অঙ্গ কর্ষিকা ( D ) সবক সঠিক ।
8. গেস্টাল্ট শব্দটির বাংলা প্রতিশব্দ কী ?
উত্তর= ( A ) ক্ষেত্র ( B ) অবয়ব ( C ) প্রকৃতি ( D ) স্মৃতি।
9 . নীচের কোনটি সঠিক নয় ?
উত্তর= ( A ) বসুন্ধরা দিবস - 12 মে ( B ) থ্যালাসেমিয়া দিবস - 11 মে ( C ) শিশু দিবস - 14 নভেম্বর ( D ) জাতীয় যুব দিবস - 12 জানুয়ারি ।
10 . 'MENA' কোন দেশের সংবাদসংস্থা ?
উত্তর= ( A ) চিন ( B ) জার্মানি ( C ) ইরান ( D ) মিশর ।
11 . দুধ হল একপ্রকার –
উত্তর= ( A ) এরোসল ( B ) ফোম ( C ) ইমালসন ( D ) জেল ।
12 . সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল -
উত্তর= ( A ) কারাকোরাম ( B ) ধূপগড় ( C ) আনাইমুদি ( D ) কোনোটিই নয় ।
13. ‘বাল্টিক কাপ’ নীচের কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর= ( A ) বেসবল ( B ) দাবা ( C ) টেনিস ( D ) গল্ফ ।
14.. প্রতিটি ক্রোমোজোমে ক্রোমোটিডের সংখ্যা ক ’টি ?
উত্তর= ( A ) 3টি ( B ) 4টি ( C ) 2টি ( D ) 7টি।
15. ‘রং - রিং ’ কাদের মাতৃভাষা ?
উত্তর= ( A ) লেপচা ( B ) ভীল ( C ) সাঁওতাল ( D ) মুন্ডা ।
16. অযৌন জননের একক হল —
উত্তর= ( A ) গ্যামেট ( B ) রেণু ( C ) নিউরোন ( D ) জিন ।
17. অজন্তা মেন্ডিস তিনি কোন দেশের ক্রীড়া তারকা ?
উত্তর= ( A ) অস্ট্রেলিয়া ( B ) শ্রীলঙ্কা ( C ) চিন ( D ) ইংল্যান্ড ।
18 . ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?
উত্তর= ( A ) আত্মীয়সভা (B ) ইন্ডিয়ান অ্যাসোসিয়েসন c ) জমিদারি অ্যাসোসিয়েসন ( D ) জাতীয় কংগ্রেস ।
19 . ‘বংতু ’ নামে পরিচিত কোন নদী ?
উত্তর= ( A ) তিস্তা ( B ) জলটাকা ( C ) দামোদর ( D ) মাতলা ।
20 . আবে আহমেদ কোন দেশের প্রধানমন্ত্রী ?
উত্তর= ( A ) বলিভিয়া ( B ) ইথিওপিয়া ( C ) মিশর ( D ) কাতার ।
21. 1 ইঞ্চি = কত সেন্টিমিটার ?
উত্তর= ( A ) 2 . 09 ( B ) 3.10 ( C ) 2 . 54 ( D ) 2 . 87 .
22. মাউন্ট আবু কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর= ( A ) সাতপুরা ( B ) অযোধ্যা ( C ) হিমালয় ( D ) আরাবল্লী ।
23 . ফিডল কোন যন্ত্রের আরেক নাম ?
উত্তর= ( A ) সন্তুর ( B ) বেহালা ( C ) সেতার ( D ) বাঁশি ।
24. সাইমুম বলতে কী বোঝায় ?
উত্তর= ( A ) বৃষ্টিপাতহীন অঞ্চল ( B ) সাহারার উষঃ বালির ঝড় ( C ) বরফ আচ্ছন্ন দেশ ( D ) সমুদ্রগর্ভ থেকে উদ্ধারকৃত জমি।
25 .কোন শহরকে ‘বাগিচানগরী ’ বলা হয় ?
উত্তর= ( A ) সিমলা ( B ) দেরাদুন ( C ) বেঙ্গালউরু ( D ) ভূপাল ।
26. ভারতে কোন উপজাতির সংখ্যা সর্বাধিক ?
উত্তর= ( A ) সাঁওতাল ( B ) টোড়া ( C ) ভীল ( D ) মুন্ডা ।
27. পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর= ( A ) মুর্শিদাবাদ ( B ) বীরভূম ( C ) মালদা ( D ) নদীয়া ।
28. ‘রোহিং ন্যাশনাল পার্ক ’ কোথায় অবস্থিত ?
উত্তর= ( A ) পঞ্জাব ( B ) হিমাচল প্রদেশ ( C ) উত্তরাখণ্ড ( D ) অরুণাচল প্রদেশ ।
29 . ভারতের রাজনৈতিক মানচিত্র তৈরি হয় কত সালে ?
উত্তর= ( A ) 1851 ( B ) 1894 ( C ) 1953 ( D ) 1947।
30. অক্ষিগোলকে কয়টি আবরক স্তর থাকে ?
উত্তর= (A) 2 টি ( B ) 7টি ( C ) 3টি ( D ) অসংখ্য ।
31. 1895 সালের শিমনোশেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল -
উত্তর= ( A ) চিন ও জাপান ( B ) ইতালি ও ইরাক ( C ) চিন ও ভারত ( D ) চিন ও তিবৃত ।
32. ‘বিশ্ব জনসংখ্যা দিবস’পালিত হয়-
উত্তর= ( A ) 12 january ( B ) 21 february ( C ) 7 march ( D ) 11 july ।
33 . নিউক্লিয়াসের ভরসংখ্যা সর্বদা –
উত্তর= ( A ) প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমষ্টি ( B ) পারমাণবিক ভর অপেক্ষা বেশি ( C ) পারমাণবিক সংখ্যার থেকে কম ( D ) ওপরের কোনোটিই নয় ।
34 . বর্তমানে ICC এর চেয়ারম্যান কে ?
উত্তর= ( A ) মনু সাওনি ( B ) শশাঙ্ক মনোহর ( C ) জাহির আবাস ( D ) হারুন লগাট ।
35. Animal Intelligence বইটি কে লিখেছেন ?
উত্তর= ( A ) গোলম্যান ( B ) থর্নডাইক ( C ) কমোনিয়াস ( D ) প্লেটো ।
36 . বাংলাভাষায় পঞ্জিকা প্রকাশিত হয়েছিল কত সালে ?
উত্তর= ( A ) 1818 ( B ) 1807 ( C ) 1816 ( D ) 1805.
37. ভারতের প্রমাণ সময় ( IST ) বের করা হয় কোন দ্রাঘিমাকে কেন্দ্র করে ?
উত্তর= ( A ) 82°30 ' পূর্ব ( B ) 88°30° পূর্ব ( c ) 82°30 ' পশ্চিম ( D ) 88°30 ' পশ্চিম ।
38 . নেয়াভেলি তাপবিদ্যুৎ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর= ( A ) গুজরাত ( B ) বিহার ( C ) উত্তর প্রদেশ ( D ) টামিলনাডু ।
39 . ‘বৈতরণী ’ কোন নদীর উপনদী ?
উত্তর= ( A ) দামোদর ( B ) মহানদী ( C ) কৃষ্ণা ( D ) কাবেরী ।
40. ‘চেচেন’ কোন দেশের জঙ্গী সংগঠন ?
উত্তর= ( A ) তুরস্ক ( B ) নেপাল ( C ) রাশিয়া ( D ) বাংলাদেশ।
41. ‘ভাবা অটোমিক রিসার্চ ’ কোথায় অবস্থিত ?
উত্তর= ( A ) ট্রম্বে ( B ) ইন্দোর ( C ) পুণে ( D ) কলকাতা ।
42.'KGB' যে দেশের গুপ্তচর সংস্থা সেটি হল-
উত্তর= ( A ) চিন ( B ) ইংল্যান্ড ( C ) মার্কিন যুক্তরাষ্ট্র ( D ) রাশিয়া।
43 . বিশ্ববিখ্যাত ‘রেডস্কোয়ার ’ কোথায় অবস্থিত ?
উত্তর= ( A ) লন্ডন ( B ) মস্কো ( C ) নিউ ইয়র্ক ( D ) বেলজিয়াম ।
44 . সদ্য প্রয়াত কাঞ্চন চৌধুরীর পরিচয় তিনি —
উত্তর= ( A ) প্রথম ভারতীয় মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ( B ) প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট কোচ ( C ) ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা চিকিৎসক ( D ) এর কোনোটিই নয় ।
উত্তরপএ--
1. ( A ) 2. ( D ) 3. ( D ) 4.( C) 5. ( A ) 6. ( A ) 7. ( D ) 8. ( B ) 9. ( A ) 10. ( D ) 11. ( C )
12. ( B ) 13. ( B ) 14.( C ) 15.( A ) 16 ( B ) 17. ( D ) 18. ( C ) 19. ( A ) 20. ( B ) 21. ( C ) 22.( D )
23. ( B ) 24. (B) 25. ( C ) 26. ( C ) 27. ( A ) 28. ( B ) 29.( C ) 30. ( C ) 31. ( A ) 32. ( D ) 33. ( A ) 34. ( B )35. ( B ) 36. ( A ) 37. ( A ) 38. ( D ) 39 ( B ) 40.( C ) 41. ( A ) 42. ( D ) 43. ( B ) 44 ( A ) .

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know