![]() |
sub inspector exam gk question |
Sub inspector exam G.K
উত্তর= ( A ) রবার্ট মরিসন ( B ) ড .মাটিস ( C ) ভেরিনা মোপেল ( D ) কেউই নন ।
2. মধ্যমস্তিষ্কের পৃষ্ঠ অংশকে কী বলা হয় ?
উত্তর= ( A ) টেকটাম ( B ) লিথাম ( C ) থ্যালামাস ( D ) মেনিনজেস ।
3. ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ?
উত্তর= ( A ) রাষ্ট্রপতি ( B ) প্রধানমন্ত্রী ( C ) জনগণ ( D ) সুপ্রিম কোর্ট ।
4. বোরিক অ্যাসিডকে ( যেটি আগ্নেগিরি থেকে নির্গত) এককথায় কী বলা হয় ?
উত্তর= ( A ) লাভা ( B ) লাভাস ( C ) ফায়ারিংস ( D ) স্যাফিয়নী ।
5 . নীচের কোন সম্পর্কটি সঠিক ?
উত্তর=( A ) ধরণ = সরণ / সময় ( B ) আয়তন x ভর = ঘনত্ব ( C ) বেগ = দূরত্ব / সময় ( D ) ভর x সরণ / সময় = ভরবেগ ।
6 . নীচের কোনটি প্রবাহী ?
উত্তর=( A ) কঠিন , তরল ও গ্যাস ( B ) গ্যাস ও কঠিন ( C ) কঠিন ও তরল (D) তরল ও গ্যাস।
7 . আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্টের সংখ্যা কটি?
উত্তর= ( A ) 4টি ( B ) 6টি ( c ) 17 (D)13.
8 . কলকাতার বর্তমান শেরিফ ছিলেন একজন –
উত্তর= ( A ) চিকিৎসক ( B ) বিজ্ঞান গবেষক ( C ) ভূতত্ত্ববিশারদ ( D ) সাহিত্যিক।
9 .নীচের কোনটি ধাতুকল্পের উদাহরণ ?
উত্তর= ( A ) অ্যান্টিমণি ( B ) আর্সেনিক ( C ) দুটিই ( D ) কোনোটিই নয় ।
10 . মিশি ও দাফনা ভাষা কোথায় প্রচলিত ?
উত্তর= ( A ) বিহারে ( B ) অরুণাচল প্রদেশে ( C ) কর্ণাটকে ( D ) কেরলে ।
11. নীচের কোন দুটির মধ্যে ব্যাপন ঘটে না?
উত্তর= ( A ) চিনি ও জল ( B ) অক্সিজেন ও জল ( C ) NaCl ও Na-2 SO-4 ( D ) হাইড্রোজেন ও নাইট্রোজেন।
12. ডলোমাইট নীচের কোনটির উদাহরণ ?
উত্তর= ( A ) জীবাশ্ম ( B ) পাললিক শিলা ( C ) আগ্নেয় শিলা ( D ) কোনোটিই নয় ।
13 . স্যার উইলিয়াম জোন্স কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা ?
উত্তর= ( A ) প্রার্থনা সমাজ ( B ) ব্রাহ্ম সমাজ ( C ) মহাবোধি সোসাইটি ( D ) এশিয়াটিক সোসাইটি ।
14. জম্মু ও কাশ্মীরের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?
উত্তর=( A ) সত্যপাল মালিক ( B ) করণ সিং ( C ) ফারুক আব্দুল্লা ( D ) কেউই নন ।
15 . কোনটি ক্ষেত্রজনিত বল নয় ?
উত্তর=( A ) মহাকর্ষ বল ( B ) চুম্বক বল ( C ) স্থিরতড়িৎ বল ( D ) ঘর্ষণ বল ।
16 . পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত কোনটি ?
উত্তর=( A ) ফুজিয়ামা ( B ) সাতপুরা ( C ) ওজোস ডেল সালাডো ( D ) কোনোটিই নয় ।
17 . বেরনার্দো বের্তোলুচি কোন দেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ?
উত্তর= ( A ) ফ্রান্স ( B ) ইতালি ( C ) ইংল্যান্ড ( D ) জাপান।
18. শর্তসাপেক্ষ প্রতিবর্তক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
উত্তর= ( A ) পাস্তুর ( B ) প্যাভলভ ( C ) হার্ভে ( D ) থমসন ।
19. . বাংলা সাহিত্যে পদাতিক কবি নামে পরিচিত কে?
উত্তর= ( A ) বিষ্ণু দে ( B ) সুভাষ মুখোপাধ্যায় ( C ) অরুণ মিত্র ( D ) শক্তি চট্টোপাধ্যায় ।
20. লাহোরের সন্ধি হয়েছিল কত সালে ?
উত্তর= ( A ) 1850 ( B ) 1877 ( C ) 1846 ( D ) 1864
21. ওয়াহাবী শব্দের অর্থ কী ?
উত্তর= ( A ) সূর্যোদয় ( B ) নবজাগরণ ( C ) শান্তি ( D ) আন্দোলন ।
22. কৃষ্ণানদী কোথায় পতিত হয়েছে ?
উত্তর= ( A ) চিন সাগরে ( B ) আরবসাগরে ( C ) বঙ্গোপসাগরে ( D ) কোনোটিই নয় ।
23 . হিরোসিমা দিবস পালিত হয় কবে?
উত্তর= ( A ) 2 মে ( B ) 6 আগস্ট ( C ) 6 জুন ( D ) 6 জুলাই।
24. আমাদের বুদ্ধিকে সবথেকে বেশি প্রভাবিত করে কে ?
উত্তর= ( A ) পরিবেশ ( B ) বিদ্যালয় ( C ) বংশগতি ( D ) বংশগতি ও পরিবেশ।
25. মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় কত?
উত্তর= ( A ) 10 লাখ ( B ) 5 লাখ ( C ) 1 কোটি ( D ) 2 লাখ ।
26 . বক্সার প্রোটোকল কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর= ( A ) 11টি বিদেশি শক্তি ( B ) 10টি দেশি ও বিদেশি শক্তি ( C ) 4টি দেশি ও 6টি বিদেশি শক্তি ( D ) ভারত ও চিনের মধ্যে ।
27. স্থলজ উদ্ভিদের কোন অংশ দিয়ে CO-2 প্রবেশ করে ?
উত্তর= ( A ) মূলরোম ( B ) কাক্ষিক মুকুল ( C ) পত্রমূল ( D ) পত্ররন্ধ্র ।
28. নীচের কোনটি জারক অ্যাসিড নয় ?
উত্তর= ( A ) HNO-3 ( B) H-2SO-4 ( C ) HCI ( D ) কোনোটিই নয় ।
29 . রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কত ?
উত্তর= ( A ) 2 ( B ) 9 ( C ) 12 ( D ) 45 .
30. কত সালে মাদ্রাজ মহাজন সর্ভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর= ( A ) 1806 ( B ) 1811 ( C ) 1884 ( D ) 1803.
31 . পোপো পাহাড় কী ধরণের আগ্নেয়গিরি ?
উত্তর= ( A ) সবিরাম আগ্নেয়গিরি ( B ) মৃত আগ্নেয়গিরি ( C ) অবিরাম আগ্নেয়গিরি ( D ) কোনোটিই নয়।
32 . স্নায়ুকোশ বিভাজিত হয় না তার কারণ কী ?
উত্তর= ( A ) এর জটিল গঠন ( B ) নিউরোণের উপস্থিতি ( C ) সেন্ট্রোজোম নিষ্ক্রিয় বলে ( D ) কোনোটিই নয় ।
33 . বিনোদ কুমার যাদব নীচের কোনটির বর্তমান চেয়ারম্যান ?
উত্তর= ( A ) WBBSE ( B ) Railway Board ( C ) WBCHSE ( D ) KMDA .
34 . যকৃতে সঞ্চিত হয় কোন ভিটামিন ?
উত্তর= ( A ) ভিটামিন - A ( B) ভিটামিন - C ( C ) ভিটামিন - E ( D ) ভিটামিন - A , ভিটামিন - D
35 . মূত্রের একটি জৈব উপাদান কোনটি ?
উত্তর= ( A ) পটাশিয়াম ক্লোরাইড ( B ) ইউরিয়া ( C ) পটাশিয়াম ( D ) কোনোটিই নয় ।
36 . চরক কোন যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদিক পণ্ডিত ছিলেন ?
উত্তর=( A ) সেনযুগ ( B পালযুগ ( C ) গুপ্তযুগ (D) মুঘলযুগ ।
37. গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত মিটার?
উত্তর= ( A ) 4023 ( B ) 4444 ( c ) 4222 (D)3444.
38. জাতীয় বননীতি গৃহীত হয়েছে কত সালে ?
উত্তর= ( A ) 1955 ( B ) 1952 ( C ) 1980 ( D ) 1966.
39 . জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন –
উত্তর=( A ) ফারুক আব্দুল্লা ( B ) মুফতি মহম্মদ সৈয়দ ( C ) ওমর আব্দুল্লা ( D ) প্রত্যেকেই ।
40 . রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর=( A ) ভারতের রাষ্ট্রপতি ( B ) অঙ্গরাজ্যের রাজ্যপাল ( C ) ভারতের উপরাষ্ট্রপতি ( D ) বিধানসভার অধ্যক্ষ ।
41 . বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি ?
উত্তর= ( A ) সুন্দরবন ( B ) ভূমধ্যসাগরীয় উপদ্বীপ ( C ) গঙ্গা যমুনা মোহনার উপদ্বীপ ( D ) আরব উপদ্বীপ ।
42 . নীচের কোন বক্তব্যটি সঠিক নয় ?
উত্তর=( A ) নিরক্ষরেখায় উষ্ণতা সবথেকে বেশি হয় ( B ) মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন ( C ) পুঞ্জিত ক্ষয় বেশি হয় পাহাড়ি অঞ্চলে (D) জাতীয় বিদ্যুৎ সংস্থা গঠিত হয় 1960 সালে।
43 .কুইনাইন পাওয়া যায় কোথায় নীচের কোন গাছে ?
উত্তর=( A ) তুলসী গাছের মূলে ( B ) বাসক গাছের পাতায় ( C ) সর্পগন্ধা গাছের কাণ্ডে ( D ) সিঙ্কোনা গাছের ছালে।
44 . হাইড্রোকার্বন নীচের কোনটির অন্য নাম-
উত্তর= ( A ) কার্বন ( B ) খনিজ তেল ( C ) পেট্রোলিয়াম ( D ) হাইড্রোজেন ।
45. ‘উত্তরাধিকার’কোন লেখকের বিখ্যাত রচনা ?
উত্তর=( A ) রমাপদ চৌধুরী ( B ) বিমল মিত্র ( C ) সমরেশ মজুমদার ( D ) বিষ্ণু দে ।
উত্তরপএ-
1. ( A ) 2.(A) 3. (D ) 4.( D ) 5.( D ) 6. (D) 7.(D) 8. ( D ) 9. ( C ) 10.(B) 11. ( C ) 12. ( B ) 13. ( D ) 14. ( B ) 15. ( D ) 16 .( C ) 17. ( D ) 18. ( B ) 19. ( B ) 20. ( C ) 21. ( B ) 22. ( c ) 23.( B ) 24. ( D ) 25. ( A ) 26.( A ) 27. ( D ) 28.( C ) 29. ( C ) 30. ( C ) 31. ( B ) 32. ( C ) 33.(B) 34. ( D ) 35.(B) 36. ( c ) 37.(A) 38.(B) 39. ( D ) 40.(C) 41.(D) 42. ( D ) 43.(D) 44. ( C ) 45. ( c ) .
G.K for job test
এই
channel এ
প্রতিদিন জেনারেল নলেজ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়া হয়। পোস্ট টি ভালো লাগলে
পেজের ডান দিকের লাল রঙেরbell
icon টা press করে চ্যানেলটি subscribe করুন ও
পোস্ট টি share করুন।

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know