Breaking

Sunday, November 03, 2019

w.b sub inspector exam gk question and answer

 w.b sub inspector exam
  w.b sub inspector exam 

  W.B sub inspector exam 


1 . শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য বিশেষ প্রয়োজন কোনটি ?
উত্তর= ( A ) ট্রিপটোফ্যান ( B ) লাইসিন  ( C ) নিউসিন ( D ) সবই সঠিক ।
2 . ডলোমাইট কোন শিলার উদাহরণ ?
উত্তর= ( A ) আগ্নেয় শিলা ( B ) রূপান্তরিত শিলা   ( C ) পাললিক শিলা ( D ) কোনোটিই নয় ।
3 . রাষ্ট্রপতি নির্বাচনের সময়ইয়েস উই ক্যান ’  স্লোগান দিয়েছিলেন কোন রাষ্ট্রপতি ?
( A ) বারাক ওবামা ( B ) রামনাথ কোবিন্দ   ( C ) বিল ক্লিন্টন ( D ) কেউই নন
4 . পালরাজা দ্বিতীয় মহীপালের আমলে কী হয়েছিল ?
উত্তর=( A ) মহাবিদ্রোহ ( B ) নৌবিদ্রোহ   ( c ) কৈবর্ত বিদ্রোহ ( D ) কোনোটিই নয় ।
5 . প্রথমবসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে ?
উত্তর=( A ) 1990 ( B ) 1988 ( C ) 1992 ( D ) 1993।
6 . মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন কে ছিলেন ?
উত্তর=( A ) সৈয়দ আহমেদ খাঁ  ( B ) মহম্মদ কুরেশি  ( C ) সলিমুল্লা খাঁ ( D ) কেউই নন ।
7. ম্যালপিজিয়ান নালিকা কী ?
উত্তর= ( A ) আরশোলার রেচনঅঙ্গ ( B ) টিকটিকির গমন অঙ্গ ( C ) ব্যাঙের পোষ্টিকনালী  ( D ) সাপের বিষথলি ।
8 . ফ্লেমকোশ কী ধরণের অঙ্গ বা , তন্ত্র ?
উত্তর=( A ) সংবহনতন্ত্র ( B ) রেচন অঙ্গ ( C ) জনন অঙ্গ ( D ) গমন অঙ্গ।     
9. মিনামাটা বিপর্যয় ঘটেছিল কোথায় ?
উত্তর=( A ) চিনের সাগরে  ( B ) তুরস্কের রাজধানীতে ( C ) জাপানের সমুদ্র উপকূলে  ( D ) কোনোটিই নয়।
10 . হাইড্রোজেন শব্দের অর্থ কী ?
উত্তর=( A ) আশ্রয়কারী ( B ) শুদ্ধবাতাস   ( c ) জীবনদায়ী ( D ) জল উৎপাদনকারী ।
11 . জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয় ?
উত্তর= ( A ) 1 মে (B ) 2 জুন ( C ) 1 জুলাই ( D ) 5 মার্চ ।
12 . বিবেক কুমার জোহরি কোনটির DG পদে যোগ দিলেন ?
উত্তর= ( A ) ICDS ( B ) CRPF ( C ) WBP ( D ) BSF ।
13 . ‘The New Delhi Conspiracy বইটির লেখক কে ?
উত্তর=( A ) জে . সি . দাশ ( B ) মীনাক্ষী লেখি  ( C ) অনিতা লোহিয়া ( D ) অমিত ঘোষ ।
14.নীচের কোন তথ্যটি ভুল ?
উত্তর= ( A ) ভাববাদী দার্শনিক প্লেটো   ( B ) শিশুকেন্দ্রিক শিক্ষার জনক গান্ধীজী  ( C ) ভারতের চিত্রশিল্পের জনক নন্দলাল বসু  ( D ) সবকটি তথ্য ভুল ।
15. কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ দেখা দিয়েছিল-
উত্তর=( A ) এন - 2 ( B ) আইএনএস বিক্রান্ত  ( c ) জি - ও ( D ) আইএনএস তলোয়ার ।
16 . দই - এ কোন অ্যাসিড থাকে ?
উত্তর=( A ) টারটারিক ( B ) ম্যালিক ( C ) সালফিউরিক ( D ) ল্যাকটিক ।
17 . কোনটি কয়লার উপজাত দ্রব্য ?
উত্তর=( A ) আলকাতরা ( B ) ন্যাপথলিন ( C ) ক্রিয়োজেট ( D ) সবকটি ।   
18 . কোন বক্তব্য সঠিক নয় ?
উত্তর=( A ) প্রাথমিক খাদক - ফড়িং   ( B ) গৌণখাদক ব্যাঙ ( C ) অগৌণ খাদক বাঘ  ( D )    কোনোটিই নয়।
19 . প্রজাতি শব্দটির প্রবর্তক কোন জীব বিজ্ঞানী ?
উত্তর=( A ) বিজ্ঞানী হরনি ( B ) মেণ্ডেল  ( C ) বিজ্ঞানী জন রে ( D ) কেউই নন ।
20 . Hard Times - এর novelist কে ?
উত্তর=( A ) Jane Austen ( B ) Charles Dickens ( C ) Thomas Hardy ( D ) St . John Ervine
21 . দেরাদুন কোন রাজ্যের রাজধানী ?
উত্তর=(A )  উত্তরাখণ্ড ( B ) উত্তর প্রদেশ ( C ) মেঘালয় ( D ) সিকিম।
22 . আলাস্কার হুবার্ড পৃথিবীর বৃহত্তম কী ?
উত্তর=( A ) সক্রিয় আগ্নেয়গিরি  ( B ) গভীর মহীঘাত   ( C ) পার্বত্য হিমবাহ ( D ) কোনোটিই নয়।
23 . চৌথ ও সরদেশমুখী কর প্রবর্তন করেন ক?
উত্তর=( A ) শিবানী ( B ) বাবর ( C ) হর্ষবর্ধন ( D ) কেউই নন ।
24 . সূর্যের বাইরে উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড ?
উত্তর= ( A ) 6000 ( B ) 4000 ( C ) 3000 ( D ) 8000 ।
25 . দক্ষিণের ব্রিটেন নামে পরিচিত কোন দেশ ?
উত্তর=( A ) ফ্রান্স ( B ) জাপান  ( C ) হঙকঙ ( D ) নিউজিল্যান্ড ।
26 . ত্রিপক্ষল যৌগিকপত্রের উদাহরণ কোনটি ?
উত্তর=( A ) বাবলা ( B ) হিঙ্গনপাতা  ( C ) দু ’ টিই ( D ) কোনোটিই নয় ।
27 জলের রাসায়নিক নাম কী ?
উত্তর=( A ) ওয়াটার সিলিকন ( B ) অক্সি - হাইড্রোজেন ( C ) ডাই-হাইড্রোজেন মনোক্সাইড  ( D ) কোনোটিই নয় ।
28 . লোকহিতবাদী কার ছদ্মনাম ?
উত্তর=( A ) গোপাল হরিদেশমুখ ( B ) কেশব সেন  ( C ) রামগোপাল মিত্র ( D ) কেউই নন । 
29. জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি কী ?
উত্তর=( A ) শক্তির নিত্যতা সুত্র ( B ) ভরের নিত্যতা সুত্র  ( C ) রৈখিক ভর বেগের নিত্যতা সূএ ( D ) কৌণিক ভরবেগের নিত্যতা সূএ।
30 . বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়  কোন তারিখে ?
উত্তর=( A ) 23 মে ( B ) 5 জুন  ( C )  7 মার্চ ( D )  10 আগস্ট  ।
31 . বাঙালির প্রথম শিক্ষাগুরু নীচের বইয়ের লেখক ?
উত্তর= ( A ) বোধোদয় ( B ) সহজপাঠ  ( C ) বর্তমান ভারত ( D )শিশু রামায়ণ।
32 . Play Way Method - এর প্রবর্তক ক বলা হয় ?
উত্তর=( A ) ম্যাকডুগাল ( B ) ফ্রয়েবল  ( C ) হরণি ( D ) কেউই নন ।
33 . তুঙ্গভদ্রা কার উপনদী ?
উত্তর=( A ) কৃষ্ণানদী ( B ) কাবেরী ( C ) গঙ্গা ( D ) যমুনা ।       
34 . পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি ?
উত্তর= ( A ) চর্যাপদ ( B ) ঋকবেদ ( C ) মনুসংহিতা ( D ) কোনোটিই নয় ।
35. ভারতের রাজনৈতিক শক্তির প্রধান উৎস কী?
উত্তর= ( A ) নির্বাচন কমিশন ( B ) রাজনৈতিকদল  ( C ) প্রধানমন্ত্রী ( D ) জনগণ ।
36 . নীচের কোন জোড়াটি ভুল ?
উত্তর=( A ) ডুয়ার্স – দ্বার  ( B ) তুন্দ্রা – বরফ ঢাকা অঞ্চল ( C ) মিয়েন্ডার — উচ্চ মালভূমি ( D ) রাঢ় – পাথুরে জমি।
37. নিচের কোন তথ্যটি সঠিক ?
উত্তর=( A ) সবচেয়ে কঠিন অধাতু হল হিরে  ( B ) শাখাকন্টক থাকে বেলগাছে ( C ) নীলবিদ্রোহ সংঘটিত হয় 1859 সালে   ( D ) সবই সঠিক ।
38 . ক্যারি ল্যাম কোথাকার প্রশাসক ?
উত্তর=( A ) হঙকঙ ( B ) ইতালি  ( C ) তুরস্ক ( D ) নেপাল।   
39 . নীল বিপ্লব কথাটি কোনটির উৎপাদনের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর= ( A ) মৎস্য উৎপাদন ( B ) দুগ্ধ উৎপাদন ( C ) টমাটো চাষ ( D ) কোনোটিই নয়।
40. নীচের কোন পদার্থটি ক্ষারীয় ?
উত্তর=( A ) লস্যি ( B ) ফুচকার জল ( C ) ভিনিগার ( D খাবার সোডার জলীয় দ্রবণ ।
41 .নিচের কোনটি  ভাইরাসঘটিত জলবাহিত রোগ  ?
উত্তর=( A ) জন্ডিস ( B ) পোলিও ( C ) দু ’ টিই ( D ) কোনোটিই নয় ।
42.ভরের নিত্যতা সূএ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
উত্তর=( A ) নিউটন ( B ) ল্যাভঁয়সিয়ে ( C ) মেণ্ডেল ( D ) জেস বোস ।
43 . ‘ মিডনাইটস চিলড্রেন ’ উপন্যাসটির লেখক কে ?
উত্তর=( A ) সলমন রুশদি ( B ) অরুন্ধতী রায়  ( C ) বিক্রম শেঠ ( D ) ঝুম্পা লাহিড়ি।
44.সালোকসংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচক নিচের কোনটি ?
উত্তর=  ( A ) ADP ( B ) NADP ( C ) দু ' টিই ( D ) কোনোটিই নয়।
45 . হামুরাবি কোথাকার শ্রেষ্ঠ রাজা ছিলেন ?
উত্তর=( A ) মিশর ( B ) ব্যাবিলন ( C ) চিন ( D ) ইতালি ।
46. ডেকান ট্র্যাপ কথার অর্থ কী ?
উত্তর=( A ) মরণ ফাঁদ ( B ) দক্ষিণ দিকের পথ  ( C ) দাক্ষিণাত্যের সিঁড়ি ( D ) বিরল মালভূমি ।
47 . একপক্ষল পাতার উদাহরণ কী ?
উত্তর=( A ) লজ্জাবতী ( B ) তেঁতুল ( C ) সজিনা ( D ) কোনোটিই নয় ।
48. নীচের কোন  তথ্যটি  সঠিক নয় ?
উত্তর= ( A ) মনসবদারী প্রথার প্রবর্তক সম্রাট আকবর ( B ) রঞ্জিত সিংহ সুকারচুকিয়া মিসলের নেতা ছিলেন ( C ) বুদ্ধচরিত - এর রচয়িতা হরিষেণ ( D ) গ্রীকদের সমুদ্র দেবতার নাম হল পসেইডন ।49.নিউ টনের প্রথম গতিসূত্র থেকে কী পাওয়া ?
উত্তর=( A ) জড়তার সংজ্ঞা ( B ) বলের পরিমাপ  (C ) ওজনের পরিমাপ ( D ) কোনোটিই নয় ।
50 . ভারতের প্রথম ভোটার পার্ক কোথায়  গড়ে উঠেছে ?
উত্তর= ( A ) ভূপাল - এ ( B ) গুরগ্রাম - এ ( C ) বরাবাজারে ( D ) উকাই – তে।
51 . ভরতপুর পাখিরালয় কোথায় আছে ?
উত্তর= ( A ) সিকিমে ( B ) রাজস্থানে ( C ) দিল্লিতে ( D ) বিহারে ।
52 . প্রাচীন যুগে  কাদের গ্লাডিয়েটর বলা হত?
উত্তর= ( A ) আইন রক্ষকদের ( B ) ক্রীতদাস যোদ্ধাদের ( C ) সঙ্গীত সমালোচকদের D ) বিদ্রোহী সেনাপতিদের ।
53 . নীচের কোন  দিবসটি  সঠিক নয় ?
উত্তর= ( A ) মানবাধিকার দিবস - 2 মার্চ ( B ) হিরোসিমা দিবস – 6 আগস্ট ( C ) বিশ্ব পরিবেশ দিবস – 5 জুন ।( D ) শিক্ষক দিবস - 5 সেপ্টেম্বর ।
54. সিটা কার গুমন অঙ্গ ?
উত্তর= ( A ) কেঁচো ( B ) হাইড্রা  ( C ) ইউপ্লিনা ( D ) অ্যামিবা ।
55 . লোকসভার অধ্যক্ষ ছিলেন নীচের কোন   ব্যাক্তি ?
উত্তর= ( A ) সোমনাথ চট্টোপাধ্যায় ( B ) পি . এম . সাংমা   ( C ) মনোহর যোশী ( D ) প্রত্যেকেই ।
56.  বাজেটকে ‘দেশ কা বহিখাতা’  নাম কে দিয়েছেন ?
উত্তর= (A)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( B ) প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি ( C ) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । ( D ) অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ .
57 . কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক ?
উত্তর= ( A )  00C ( B ) 40C ( C ) ৪•C ( D ) 100C
58.পত্ৰজমুল কোথায় থাকে ?
উত্তর= ( A ) পেঁপে গাছে ( B ) বটগাছে ( C ) পাথরকুচি গাছে ( D ) সব গাছে ।
59 . ‘ভানুসিংহ ' কোন বিখ্যাত মনীষীর ছদ্মনাম ?
উত্তর= ( A ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ( B ) রবীন্দ্রনাথ ঠাকুর ( C ) আশাপূর্ণা দেবী (D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
60.   গিরিশ কণরাডের জন্ম কত সালে   ?
উত্তর= ( A ) 1941 ( B ) 1938 ( C ) 1945 ( D ) 1983.

উত্তরপএ--

1 ( A ) .  2 ( C ) . 3 ( A) .4 ( C ) .5 ( C ) . 6 ( C ) . 7 ( A ) .8 ( B ) . 9 ( C ) .  10 ( D ) . 11 ( C ) .  12 ( D ) 13 ( B ) .14 ( B ) 15 ( B ) .16 ( D ) .17 ( D ) . 18( C ) .   19 ( C ) .20( B ) .  21 ( A ) .22 ( C ) . 23 ( A ) 24 ( A ) . 25 ( D ) . 26 ( A ) . 27 ( C ) 28 ( A ) . 29 ( C ) . 30( B ) .  31 ( A ) . 32 ( B ) 33 ( A ) .34 ( B ) 35 ( D ) . 36 ( C ) . 37 ( D )  38 ( A ) .39 ( A ) .40 ( D )  41 ( C ) . 42 ( B ) . 43 ( A ) . 44 ( C ) . 45 ( B ) 46( C )  47 ( B ) 48 ( C ) .49 ( A ) .50( B )  51 ( B ) .52 ( B ) .53 ( A ) 54( A)  55 ( D ) .56 ( D ) .
57 ( B ) . 58 ( C ) . 59 ( B ) . 60 ( B ) . 

G.K for job test


এই channel এ প্রতিদিন জেনারেল নলেজ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়া হয়। পোস্ট টি ভালো লাগলে পেজের ডান দিকের লাল রঙেরbell icon টা press করে চ্যানেলটি  subscribe করুন পোস্ট  টি share করুন।

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know