Ecology Quiz Question and Answer
![]() |
| Ecology Quiz Question and Answer |
নমস্কার দর্শকেরা,
প্রত্যেক বছর সমস্ত কমপিটিশন পরীক্ষায় ভারতের Ecology থেকে প্রশ্ন (Ecology Quiz Question and Answer) এসেই থাকে, তাই প্রচুর Ecology জিকে প্রাক্টিস করা প্রয়োজন। তাই নিচে Ecology Quiz Question and Answer আয়োজন করেছি, এই Ecology Quiz Question and Answer অংগ্রহন করুন।
1.জীববৈচিত্র্য বিনাশের প্রত্যক্ষ কারণ?
আবাসস্থলের বিনাশ।
2.বন্যপ্রাণী ও মানুষের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে,কারণ?
বনাঞ্চল সংকোচন।
3.লেডি বার্ড বিটল কোন্ গাছের পেস্টের শএু হিসেবে কাজ করে
লেবু।
4.পরিবেশ রক্ষায় সমস্যাগুলি মোকাবিলা করার জন্য জরুরি ?
পরিবেশ ব্যবস্থাপনা।
5.কোনো দেশের স্থায়িত্ব নির্ভর করে-
পরিবেশের সুস্থিতির ওপর।
6.দক্ষিণ ভারতের বনাঞ্চলে জীববৈচিত্র বিনাশের মূল কারণ—
মাটি দূষণ।
7.রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সম্মেলন হয় —
স্টকহোমে।
8.ভারতে মোটরযান আইন চালু হয় —
1939 সালে।
9.কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত —
অসমে ।
10.ভিয়েতনামে জৈবসার রপে অ্যাজোলা ব্যবহার করা হয় -
ধান।
11.পৃথিবীর অধিকাংশ জনপথ গড়ে ওঠে —
নদীর ধারে।
12.পরিবেশ রক্ষা আইনে কারাদণ্ড হয় —
5 বছর।
13.শব্দের ক্ষেত্রে শান্ত এলাকার ব্যাসার্ধ ধরা হয় —
100 মিটার।
14.বিষাক্ত পার্থেনিয়াম গুল্ম ভারতে এসেছে —
আমেরিকা থেকে।
15.নিমগাছের বিজ্ঞানসম্মত নাম -
অ্যাজাভিরাকটা ইন্ডিকা।
16.অফুরন্ত শক্তির উৎস -
নদীর জল।
আর কারসন ।
44-46ভাগ।
বাদামী প্ল্যাট হপার রোগ।
ISO - 14000 বিধিহণ।
enter your full name :
enter your helo id/phone no:
নদীর জল।
17.নীরব বসন্ত বইটির লেখক কে ?
আর কারসন ।
18. ইউরিয়া সারে শতকরা নাহট্রোজেনের পরিমাণ —
44-46ভাগ।
19.IR-36 ধান যে রোগ প্রতিরোধী তা হল -
বাদামী প্ল্যাট হপার রোগ।
20.শিল্পসংস্থাগুলি পরিবেশ সংরক্ষণে দায়বদ্ধতা সুনিশ্চিত করে —
ISO - 14000 বিধিহণ।
enter your helo id/phone no:

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know