Breaking

Monday, April 20, 2020

History GK Question and Answer: ইতিহাসের কিছু জিকে প্রশ্ন 2020 set-1

History GK Question and Answer

Some gk question from history
History GK Question and Answer

History GK Question and Answer


1. শিবাজী প্রথম কোন দুর্গ দখল করেন?
উত্তর=তোরণা।
2. কোন নদীর তীরে বিজাপুর অবস্থিত?
উত্তর=কৃষা নদী।
3. মুঘল যুগে ভারতে সরকারি ভাষা কি ছিল?
উত্তর= ফার্সী
4. কত সালে ‘সৎনামী বিদ্রোহ দেখা যায়?
উত্তর=১৬৭২ সালে।
5. কত সালে জাঠ বিদ্রোহ দেখা যায়?
উত্তর=১৬৬৯ সালে।
6. আকবর কবে জায়গির প্রথা দহ্শলার পুনঃপ্রবর্তন করেন?
উত্তর=১৫৮০ সালে।
7. প্রথম বাহাদুর শাহ কবে কোথায় মারা যান?
উত্তর=লাহোরে, ১৭১২ সালে।
8. তোডরমল বাংলাকে ক'টি সরকার ও পরগণায় বিভক্ত করেন?
উত্তর=১৯টি সরকার ও ৬৮২টি পরগণায়।
9. সিরাজ-উদ-দৌলার জন্মের সময় আলিবর্দী খাঁ কোন এলাকার শাসনকর্তা হন?
উত্তর=পটনার ।
10.বাংলার নবাব সুজাউদ - দীন মহম্মদ  মৃত্যু কবে হয়?
উত্তর=২৩ আগস্ট, ১৭৩৯ সালে।
11. মুঘল সম্রাট ফারুকশিয়ার কাকে একাকী  টাকশাল ব্যবহারের অনুমতি দেন?
উত্তর=ফতেচাঁদ সাওকে।
12. বাংলার নাজিমের হাত থেকে বাঁচতে  মুর্শিদকুলি খাঁ দেওয়ানি কর্মচারীদের নিয়ে ঢাকা ছেড়ে কোথায় দেওয়ানখানা তৈরি করান?
উত্তর= চুনাখালি পরগণীর মুখসুসাবাদে ( যে অঞ্চলের নাম এখন মুর্শিদাবাদ )।
13. যুবরাজ আজিম-উশ-শানের ছেলের নাম কী?
উত্তর=ফারুখশিয়ার ( যিনি ১৭১৩ সালে মুঘল মসনদে বসেন )।
14. নবাব কাসেম আলি খাঁয়ের সময় কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন?
উত্তর=ভ্যান্সিটার্ট ।
15. ঔরঙ্গজেবের ( আলমগীরের ) পর কে?
উত্তর=মুঘল সম্রাট হন কুতুব-উদ-দীন মুহম্মদ আজম ( রাজত্বকাল ১৪ মার্চ ১৭০৭ থেকে ৮ জুন ১৭০৭ )।
16. পলাশির  যুদ্ধে জয়ী  হওয়ার পর ইস্ট  ইন্ডিয়া কোম্পানির  বোর্ড থেকে রবার্ট ক্লাইভ কী উপাধি পান?
উত্তর=ব্যারন অফ পলাশী।
17. দেওয়ান মহম্মদ হাদী  রাজস্ব আদায়ের  পরিমাণ অনেক  গুণ বাড়ানোয়  সম্রাট ঔরঙ্গজেব তাকে কী উপাধি দিয়ে সংবর্ধনা দেন?
উত্তর=মুর্শিদকুলি খাঁ।
18. ত্রি - পাক্ষিক যুদ্ধ কবে শুরু হয়?
উত্তর=৮১০-৮৫০ সালে ( সম্রাট হর্ষবর্ধনের বিখ্যাত  রাজধানী কনৌজ দখলের জন্য গুজরাত ও রাজপুতানার গুর্জর-প্রতিহার, পূর্ব ভারতের রাজা ধর্মপাল ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকুট বংশীয় রাজাদের মধ্যে।
19. প্রথম বাহাদুর শাহের পর কে মুঘল সম্রাট হন?
উত্তর=বড় ছেলে সুলতান ময়জুদ  দিন ( জেহান্দার শাহ নাম নিয়ে ১৭১২ সালে)।
20.গুরু গোবিন্দ সিংহ ‘চরণ পাহুল’ নামের  দীক্ষা পদ্ধতির বদলে কোন পদ্ধতির প্রচলন করেন?
উত্তর=অমৃত পাহুল  পদ্ধতি ।
21. কে শিখ গুরুর পদ বিলুপ্ত করেন?
উত্তর=গুরু গোবিন্দ ( তখন থেকে খালসা গুরু বলে বিবেচিত হতে থাকেন )।
22. কোন মুঘল সম্রাটের আমলে সুবে বাংলা  থেকে সুবে বিহার আলাদা হয়?
উত্তর=সম্রাট  ফারুখশিয়ার সালে )।
23. শিখ ধর্মে প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে কোন ধর্মে দীক্ষিত করা হত?
উত্তর=খালসা।
24. মুর্শিদকুলি খা, নিজের নামে কোন মৌজার নাম দেন?
উত্তর=কাটোয়া ( নাম দেন মুর্শিদগঞ্জ )।
25. আদিগ্রন্থ বা, গ্রন্থসাহিবের পরিপুরক হিসাবে যে আলাদা বই গুরু গোবিন্দ সঙ্কলন করেন তার নাম কী?
উত্তর=দশরে পাদশা কা গ্রন্থ বা, দশম পাদশা কা গ্রন্থ।
26. মুঘল সম্রাট আকবরের আমলে সারা  ভারতবর্ষে জমির আয়, উৎপাদিকা শক্তি  ইত্যাদি তথ্যের সঙ্কলন কাজে কত জন প্রধান কানুনগো ছিলেন?
উত্তর=১০ জন।
27. গুরু গোবিন্দ ঔরঙ্গজেবের সাক্ষাৎ  প্রার্থনা করে তাঁকে ফারসি ভাষায় যে পত্র পাঠান, তার নাম কী ?
উত্তর= জাফরনামা।
28. রাজা টোডরমল্লের ব্যবস্থায় মুঘল সম্রাট  আকবরের আমলে বাংলা ও ওড়িশাকে কবে  ২৪ সরকার ও ৭৮৭ পরগণায় বিভক্ত করা হয়?
উত্তর=১৫৮২ সালে।
29. ঔরঙ্গজেবের পুত্র ও উত্তরাধিকারী সম্রাট  কার প্রতি গুরু গোবিন্দ সমর্থন জানান?
উত্তর=শাহ আলম বাহাদুর শাহের।
30. মুর্শিদকুলি খাঁ রাজকরের সঠিক হিসাবের জন্য কবে  জমা কামেল তুমারী’ নামে পুরো রিপোর্ট ও হিসাবপত্রের বই তৈরি করান?
উত্তর=১৭২২ সালে।
31. মুর্শিদকুলি খাঁ বাংলার দেওয়ান হওয়ার  সময় বাংলার নাজিম কে ছিলেন ?
উত্তর= মুঘল যুবরাজ আজিম-উশ-শান।
32. মেদিনীপুর জেলাকে কে ওড়িশা থেকে সরিয়ে বাংলার অন্তর্ভুক্ত করেন?
উত্তর= মুর্শিদকুলি খাঁ ।
33. মুর্শিদকুলি খাঁ শাসন ও রাজস্ব বিভাগের  সুষ্ঠ পরিচালনার জন্য বাংলায় পরগণার সংখ্যা বাড়িয়ে 
ক’টি করেন?
উত্তর= ১৬৬০টি।
34. মুর্শিদকুলি খাঁ ১৩টি চাকলায় বিভক্ত বাংলার রাজকর আদায়ের পুরো ভার ক 'জন  জমিদারের হাতে দেন?
উত্তর= ২৫ জন।
35 বাংলায় রাজস্ব আদায়ের জন্য প্রথম সুষ্ঠ জমিদারি ব্যবস্থা কে চালু করেন?
উত্তর= মুর্শিদকুলি খাঁ।
36. ভারতের কোন নবাব প্রথম ব্রিটিশদের সঙ্গে মিত্রতা নীতিতে আবদ্ধ হন?
উত্তর= ১৭৯৮ সালে হায়দরাবাদের নিজাম।
37. হায়দরাবাদের নিজাম বার্ষিক কত টাকার  বিনিময়ে ব্রিটিশদের সঙ্গে অধীনতামূলক  মিত্ৰতানীতিতে আবদ্ধ হন?
উত্তর=২,৪১,৭১০ পাউন্ড ( এর বদলে ব্রিটিশদের ৬ ব্যাটেলিয়ান সেনা তার সুরক্ষায় নিযুক্ত থাকবে )।
38. ১৭০০ সালে ফোর্ট উইলিয়ম  কার নামে নামাঙ্কিত করা হয়?
উত্তর=ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়মের নামে।
39. আকবর কবে ‘মাজাহার’ ঘোষণা করেন?
উত্তর= ১৫৭৯ সালে।
40. মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধ কোথায় আছে?
উত্তর= উত্তর প্রদেশ রাজ্যে আগ্রা শহরের কাছে সিকান্দ্রা বলে এক জায়গায়।
41. জাহাঙ্গীরকে কোথায় সমাধিস্থ করা হয়?
 উত্তর= চন্দ্রভাগা নদীর তীরে শাহদারাতে ১৬২৭ সালের ২৮ অক্টোবর )।

History GK Question and Answer: ইতিহাসের কিছু জিকে প্রশ্ন 2020 set-1

G.K for job test

এই channel এ প্রতিদিন জেনারেল নলেজ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়া হয়। পোস্ট টি ভালো লাগলে পেজের ডান দিকের লাল রঙের  bell icon টা press  করে চ্যানেলটি  subscribe করুন পোস্ট  টি share  করুন।

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know