General Science (Gk) Practice Set-1
![]() |
| General Science (Gk) Practice Set-1 |
General Science (Gk) Practice Set-1 কিছু পশ্নোত্তর
1. ইতর পরাগযোগ দেখা যায় কোন ফলে ?উত্তর= ( A ) তাল ( B ) পেঁপে ( C ) লাউ ( D ) সবকটিতে ।
2. বেগের মাত্রীয় সংকেত কত ?
উত্তর= ( A )MLT-1( B ) LT - 1 ( C ) LT - 2 ( D ) LT .
3. H3PO3 - এর ক্ষারগ্রাহিতা কত ?
উত্তর= ( A ) 3 ( B ) 4 ( C ) 2 ( D ) 5 ।
4. দৈর্ঘ্যের বৃহত্তম একক কী ?
উত্তর= ( A ) মিটার ( B ) কিলোমিটার ( C ) আলোকবর্ষ ( D ) পারসেক ।
5. পাচক রসের একটি উপাদান কী ?
উত্তর= ( A ) HCl ( B )H2SO4( C ) HNO3( D ) HCOOH .
6. পতঙ্গপরাগী ফুলের উদাহরণ কী ?
উত্তর= ( A ) ধান ( B ) গম ( C ) আম ( D ) সবই সঠিক ।
7. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি ?
উত্তর= ( A ) CH4 ( B ) O3 ( C )N2O ( D ) NO2 .
8. অভিব্যক্তি কথার অর্থ কী ?
উত্তর= ( A ) পরিপূর্ণতা ( B ) খাপ খাওয়ানো ( C ) ক্ৰমবিকাশ ( D ) উপযুক্ততা ।
9. কোনটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ ?
উত্তর= ( A ) চিড়িয়াখানা ( B ) বোটানিক্যাল গার্ডেন ( C ) দু'টিই ( D ) কোনোটিই নয় ।
10. NaH2PO2 , Na2HPO3 , Na2SO4 ,Ca(OH)CI লবণগুলিতে প্রথম লবণের সংখ্যা কত ?
উত্তর= ( A ) 2 ( B ) 3 ( C ) 4 ( D ) 0 ।
11.নীচের কোন বক্তব্য সঠিক নয় ?
উত্তর= ( A ) চুম্বকীয় বল স্পর্শহীন বলের উদাহরণ ( B ) তরল ও গ্যাস হল প্রবাহী ( C ) পাস্কাল হল SI - তে চাপের একক ( D ) সবই সঠিক ।
12. ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে কী সম্ভাবনা দেখা যায় ?
উত্তর= ( A ) ঝড়ের সম্ভাবনা ( B ) বৃষ্টিপাতের সম্ভাবনা ( C ) তাপমাত্রা কমবে ( D ) কোনোটিই নয় ।
13. টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় খোলে এটি কোন প্রকার চলনের উদাহরণ ?
উত্তর= ( A ) সিসমোন্যাস্টিক ( B ) থার্মোন্যাস্টিক ( C ) ফোটোন্যাস্টিক ( D ) কোনোটিই নয় ।
14. কোনটি মিশ্রগতির উদাহরণ ?
উত্তর= ( A ) বলের ওপর থেকে খাড়াভাবে নীচে পড়া ( B ) ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া ( C ) দু ’ টিই ( D ) কোনোটিই নয় ।
15. মানবদেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা কত ?
উত্তর= ( A ) 46 জোড়া ( B ) 23 টি ( C ) 49 টি ( D ) 23 জোড়া ।
16. অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কোনটি ?
উত্তর= ( A ) সরণ ( B ) ত্বরণ ( C ) বেগ ( D ) দ্রুতি ।
17. লোহার ঘনত্ব CGS পদ্ধতিতে 7.8 g/cm3 হলে SI - তে কত ?
18. ‘ ফিলোজফি জুওলজিক ’ বইটির লেখক কে ?
উত্তর= ( A ) ল্যামার্ক ( B ) নিউটন ( C ) মেন্ডেল ( D ) জে সি বোস ।
19. গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচদন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের সম্পর্ক কতটা ?
উত্তর= ( A ) তুলনায় কম ( B ) তুলনায় বেশি ( C ) প্রায় সমান ( D ) কোনোটিই নয়।
20. প্রোটোনোপিয়া বলতে কোন ধরণের বর্ণান্ধতাকে বোঝায় ?
উত্তর= ( A ) নীল বর্ণান্ধতা ( B ) লাল বর্ণান্ধতা ( C ) সবুজ বর্ণান্ধতা ( D ) হলুদ বর্ণান্ধতা।
21 একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় কত কিলোগ্রাম ?
উত্তর= ( A ) 0.50 কিলোগ্রাম ( B ) 1.36 কিলোগ্রাম ( C ) 2.88 কিলোগ্রাম ( D )1.112 কিলোগ্রাম ।
22. কোনটি তরল পদার্থের সাধারণ ধর্মপ্রকাশ করে না ?
উত্তর= ( A ) পৃষ্ঠটান ( B ) সান্দ্রতা ( C ) স্থিতিস্থাপকতা ( D ) প্লবতা ।
23. জিব্বেরেলিন হরমোনের উপস্থিতি প্রথম লক্ষ্য করেন কোন বিজ্ঞানী ?
উত্তর= ( A ) নিউটন ( B ) থমসন । ( C ) ক্যুরোসোয়া ( D ) হরণি ।
24. সমত্বরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v হলে কণার গড় বেগ কত ?
উত্তর=
25. চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কী ?
উত্তর= ( A ) চাপ = ঘাত/ক্ষেত্রফল ( B ) চাপ =ক্ষেত্রফল/ঘাত ( C ) চাপ = ক্ষেত্রফল x ঘাত ( D ) কোনোটিই নয় ।
...................................................................................................................................................................
উওরপএ= 1.(D) 2.(B) 3.(C) 4.(D) 5.(A) 6.(C) 7.(D) 8.(C) 9.(C) 10.(A) 11.(D) 12.(B) 13.(B) 14.(B) 15.(D) 16.(B) 17.(A) 18.(A) 19.(C) 20.(B) 21.(B) 22.(D) 23.(C) 24.(A) 25.(A)

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know