Some GK questions from Indian politics
![]() |
| Some GK questions from Indian politics |
Some GK questions from Indian politics
1. ভারতে ‘দুনীতি প্রতিরোধ আইন’ কোন বছর হয়?উত্তর=) ১৯৮৮ সালে।
2. ভারতে ‘তদন্ত কমিশন আইন’ কোন বছর হয়?
উত্তর=) ১৯৫২ সালে।
3. ‘দিল্লি বিশেষ পুলিশ সংস্থান আইন’ কোন বছর হয়?
উত্তর=) ১৯৪৬ সালে।
4. রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা?
উত্তর=) ক্যাবিনেট মন্ত্রীরা।
5. রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর কে বন্টন করেন?
উত্তর=) মুখ্যমন্ত্রী।
6. রাজ্য প্রশাসনের শীর্ষেকার কার অবস্থান?
উত্তর=) সচিবালয়।
7. রাজ্য রাষ্ট্র কৃত্যক কমিশনের সদস্য সংখ্যা কে ঠিক করেন?
উত্তর=) রাজ্যপাল।
8. যৌথ রাজ্য রাষ্ট্র কৃত্যক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন?
উত্তর=) রাষ্ট্রপতি।
9. মন্ত্রীরা,তাদের করা কাজের জন্য পরোক্ষভাবে কার কাছে দায়ী থাকেন?
উত্তর=) জনগণের কাছে।
10. কার নামে রাজ্য সরকারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়?
উত্তর=) রাজ্যপালের নামে।
11. একজন রাজ্যপালের দায়িত্বে কটি রাজ্য থাকতে পারে?
উত্তর=) এক বা,একাধিক রাজ্য।
12. পশ্চিমবঙ্গের অন্তর্গত ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’ এর আচার্য পদাধিকার বলে কে?
উত্তর=) ভারতের প্রধানমন্ত্রী।
13. প্রতিটি রাজ্যে অধ্যাদেশ বা, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কার হাতে থাকে?
উত্তর=) রাজ্যপালের হাতে।
14. রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের ( Contingency fund of the state ) দায়িত্ব কার হাতে থাকে?
উত্তর=) রাজ্যপালের হাতে।
15. রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রযুক্ত হতে পারে এমন দুটি বিষয় কী?
উত্তর=) মুখ্যমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভার বরখাস্তকরণ।
16. রাজ্য রাষ্ট্র কৃত্যক কমিশনের সভাপতি ও সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হন?
উত্তর=) ৬ বছরের জন্য।
17. কার পরামর্শক্রমে রাজ্যপাল রাজ্য রাষ্ট্র কৃত্যক কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ করেন?
উত্তর=) রাজ্য মন্ত্রিসভার পরামর্শক্রমে।
18. রাজ্য কৃত্যকের কর্মচারীরা কার নিয়ন্ত্রণে থাকেন?
উত্তর=) রাজ্যপালের নিয়ন্ত্রণে।
19. জেলাশাসকের চাকরির শর্তাবলি কে ঠিক করেন ও নিয়ন্ত্রণ করেন?
উত্তর=) কেন্দ্রীয় সরকার।
20. রাজ্যের 'রাষ্ট্র কৃত্যক কমিশন’ সম্পর্কে সংবিধানে কী বলা হয়েছে?
উত্তর=) সংবিধানের ৩১৫ ( ১ ) নং ধারা অনুযায়ী, প্রতিটি রাজ্যের জন্য একটি করে রাষ্ট্র কৃত্যক কমিশন অবশ্যই থাকবে।
21. ভারতে ‘ক্রেতা সুরক্ষা আইন’ প্রথম কোন বছর হয়?
উত্তর=) ১৯৮৬ সালে।
22. ক্রেতা সুরক্ষা মামলার দ্রুত নিষ্পত্তি ও জেলা ফোরাম , রাজ্য কমিশন আর জাতীয় কমিশনের হাতে আরো ক্ষমতা দেওয়ার জন্য কবে ক্রেতা সুরক্ষা আইন সংশোধনী বিধেয়ক লোকসভায় পেশ হয়?
উত্তর=) ২০১১ সালের ১৬ ডিসেম্বর।
23. সম্প্রতি ভারতীয় সংবিধানে নতুন কোন প্রতিষ্ঠান গড়ে অন্তর্ভুক্ত করার জন্য লোকসভায় বিধেয়ক গৃহীত হয়েছে?
উত্তর=) কেন্দ্রীয় স্তরে ‘লোকপাল’ ও রাজ্য স্তরে ‘লোকায়ুক্ত’।
24. ‘ লোকপাল’ এর আওতার বাইরে কোন কোন বিষয় সংক্রান্ত তদন্ত রাখা হয়েছে?
উত্তর=) আন্তর্জাতিক সম্পর্ক, দেশের বাইরের ও ভেতরের নিরাপত্তা, সরকারি আদেশ, পারমাণবিক শক্তি ও মহাকাশ সংক্রান্ত ।
25. প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে হলে, লোকপালের কত জন সদস্যের সমর্থন থাকা দরকার?
উত্তর=) ৯ জন সদস্যের মধ্যে অন্তত ৭ জনের ( ৭৫ % )।
26.কর্মচারী ভবিষ্যনিধি তহবিল আইন কবে হয় ?
উত্তর=) ১৯৫২ সালে।
27. সরকারি কর্মচারীদের সম্পত্তি ঘোষণার বিষয়কে আইনি করার ব্যবস্থা কোন বিধেয়কে আনা হচ্ছে?
উত্তর=) লোকপাল ও লোকায়ুক্ত বিধেয়ক।
28. ‘ অভিযোগ নিষ্পত্তির নাগরিক অধিকার বিধেয়ক কবে লোকসভায় গৃহীত হয়?
উত্তর=) ২০১১ সালে।
29. ভারতের কোন কোন রাজ্যে এখনো ‘ রাজ্য মানবাধিকার কমিশন হয়নি?
উত্তর=) ৮ রাজ্যে: ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম,নাগাল্যান্ড, উত্তরাখন্ড, অরুণাচল প্রদেশ, হরিয়ানা ও গোয়া।
30.ভারতীয় রেলে অখণ্ড নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কোন বছর এক ‘উচ্চস্তরীয় কমিটি গঠিত হয়?
উত্তর=) ২০০৭ সালে।
31. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর=) ৬ বছরের জন্য।
32. খসড়া লোকপাল বিধেয়কে (Bill) কোন শ্রেণির কর্মীদের লোকপালের সরাসরি এক্তিয়ারের বাইরে রাখা হয়েছে?
উত্তর=) Group 'C' ক্যাটেগরির কর্মীদের।
33. লোকপালে কত জন সদস্য থাকবেন বলে খসড়া বিধেয়কে উল্লেখ করা হয়েছে?
উত্তর=) ৯ জন।
34. লোকপাল কেন্দ্রীয় সরকারের কোন কোন বিভাগের বিচার করতে পারবে না?
উত্তর=) জাতীয় নিরাপত্তা,পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা ও বৈদেশিক দপ্তর।
35. লোকপালের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আসা কোনো অভিযোগের তদন্ত করতে হলে অন্তত কতজন সদস্যের সম্মতি দরকার?
উত্তর=) ৭ জন সদস্যের।
36. লোকপাল গঠিত হওয়ার পর দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা তদন্তের ভার কে পাবে?
উত্তর=) সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI).
37. গেজেটেড বলতে কী বোঝায়?
উত্তর=) যেসব সরকারি কর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতি সরকারি গেজেটে প্রকাশিত হয়।
38. রাজ্যপাল কার পরামর্শক্রমে মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন?
উত্তর=) মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে।
39.দেশের সামরিক কূটনৈতিক প্রধান কে?
উত্তর=) রাষ্ট্রপতি।
40.পদাধিকার বলে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর=) উপরাষ্ট্রপতি।
ভারতের রাষ্ট্রনীতি থেকে কিছু জিকে প্রশ্ন part-1- এখানে ক্লিক করুন
G.K for job test
এই
channel এ
প্রতিদিন জেনারেল নলেজ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়া হয়। পোস্ট টি ভালো লাগলে
পেজের ডান দিকের লাল রঙের bell icon টা press করে চ্যানেলটি subscribe করুন ও পোস্ট টি share করুন।

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know