Some Important GK From India's Independence Struggle
![]() |
Some important GK from India's independence struggle |
প্রত্যেক বছর সমস্ত কমপিটিশন পরীক্ষায় Independence Struggle থেকে প্রশ্ন(India's Independence Struggle) এসেই থাকে, তাই প্রচুর India's Independence Struggle GK প্রাক্টিস করা প্রয়োজন।নিচে India's Independence Struggle GK এর কিছু প্রশ্নোত্তর দেওয়া হয়েছে।
1. 'ঠগী' ( Thugs ) উচ্ছেদ হয় কোন বছর?
উত্তর:- ১৮৩০ সালে।
2. পেশোয়া ষড়যন্ত্র মামলা কোন বছর হয়?
উত্তর:- ১৯২২ সালে।
3. 'আর্যসমাজে'র প্রধান কার্যালয় কোথায় ছিল?
উত্তর:- লাহোরে।
4. কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিল?
উত্তর:- রামপ্রসাদ বিসমিল।
5. বাংলায় কে ওয়াহাবি মতবাদ প্রচার করেছিলেন?
উত্তর:- মীর নিসার আলি খান বা,তিতুমীর।
6. ‘দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন’ কোন বছর গড়া হয়?
উত্তর:- ১৮৭৬ সালে ।
7. ‘বেঙ্গলী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর:- গিরীশ চন্দ্র ঘোষ।
৪. রামমোহনের সমাধি কোথায় আছে?
উত্তর:- লন্ডনের ব্রিস্টল শহরে।
9. লাহোর কংগ্রেস অধিবেশন কোন বছর ডাকা হয় ?
উত্তর:- ১৯২৯ সালে।
10. লাহোর কংগ্রেস অধিবেশন কোন নদীর তীরে হয়?
উত্তর:- ইরাবতী।
11. পঞ্জাবে স্বাধীনতা সংগ্রামের সূচনা কে করেন?
উত্তর:- ভাই মহারাজ সিং ( ১৮৪৭ সালে ) ।
12. ময়মনসিংহের শেরপুরে উজির সরকার ও গুমানু সরকারের নেতৃত্বে ‘পাগলপন্থী’ বিদ্রোহ কবে হয়?
উত্তর:- ১৮৩২ সালে।
13. সংস্কৃত কলেজে কবে অব্রাহ্মণ ও অবৈদ্য হিন্দু ছেলেদের পড়ার সুযোগ চালু হয়?
উত্তর:- ১৮৫১ সালের ৯ জুলাই।
14. কোন গভর্নর জেনারেলের সময় 'মেকলে মিনিট' গৃহীত হয়?
উত্তর:- লর্ড উইলিয়াম হেনরি ক্যাভেন্ডিশ বেন্টিঙ্ক।
15. কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯৩৫ সালের ‘ভারত শাসন আইন’ গৃহীত হয়?
উত্তর:- সাইমন কমিশন।
16. ‘সাইমন কমিশন’ কোন বছর গড়া হয় ?
উত্তর:- ১৯২৭ সালে ( ভারতে আসে ১৯২৮ সালে )
17. ব্রিটিশ সরকার কোন উপাধি দিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধীকে সম্মানিত করেন?
উত্তর:- কাইজার-ই-হিন্দ।
18. সতীদাহ প্রথা বন্ধে কবে প্রথম আইন হয়?
উত্তর:- ১৮২৯ সালের ৮ ডিসেম্বর।
19. ড.ভীম রাও আম্বেদকর ও জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ‘পুনা চুক্তি’ কবে হয়?
উত্তর:- ১৯৩২ সালের ২৫ সেপ্টেম্বর।
20. বাবা তিলক মাজির ( মুর্মুর ) নেতৃত্বে কবে ভাগলপুর ও রাজমহলের কালেক্টর ক্লিভল্যান্ডকে হত্যা করা হয়?
উত্তর:- ১৭৮৪ সালের ১৭ জানুয়ারি।
21. সিধু ,কানু ,চাঁদ ও ভৈরবের নেতৃতে ভগনাডিহি গ্রামে সান্তাল সম্প্রদায় শোষণহীন স্বরাজ প্রতিষ্ঠার শপথ নেন কবে?
উত্তর:- ১৮৫৫ সালের ৩০ জুন।
22. রামমোহন রায়কে কে 'রাজা' উপাধি দেন?
উত্তর:- দ্বিতীয় বাহাদুর শাহ ।
23.মীরাট ষড়যন্ত্র মামলায় ( ১৯২৯) অভিযুক্ত প্রধান দু’জন আসামীর নাম কী?
উত্তর:- এস.এ.ডাঙ্গে ও পূর্ণ চন্দ্র যোশী।
24. লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তর:- জওহরলাল নেহেরু।
25. কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাব গৃহীত হয়?
উত্তর:- লাহোরের কংগ্রেস অধিবেশনে।
26. বাংলায় অস্ত্র আইনে প্রথম কোন মহিলা গ্রেপ্তার হন?
উত্তর:- দুকড়িবালা চক্রবর্তী।
27. কার প্রচেষ্টায় ‘যুগান্তর’ ও ‘অনুশীলন’ দলের সদস্যদের নিয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার হালসোত গ্রামে ‘নিউ সোশালিস্ট রিপাব্লিকান অ্যাসোসিয়েশন’ গড়া হয় –
উত্তর:- প্রাণগোপাল মুখার্জী।
28. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর:- লর্ড লুই ফ্রান্সিস আলবার্ট ভিক্টর নিকোলাস মাউন্টব্যাটেন।
29. ‘বর্তমান ভারত’ কার লেখা?
উত্তর:- স্বামী বিবেকানন্দ।
30. ‘গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় উক্তিটি কার’?
উত্তর:- স্বামী বিবেকানন্দ।

Hi GKE news, nice you post.
ReplyDeleteGKE news very useful website.
ReplyDelete