Breaking

Tuesday, April 14, 2020

Some Important Questions of Geography (GK): ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন

Some Important Questions of Geography GK

Some Important Questions of Geography (GK)
  Some Important Questions of Geography (GK
প্রিয় শিক্ষার্থীরা,
প্রত্যেক বছর সমস্ত কমপিটিশন পরীক্ষায় ভূগোল থেকে প্রশ্ন(Geography General Knowledge) এসেই থাকে, তাই প্রচুর Geography General Knowledge প্রাক্টিস করা প্রয়োজন।নিচে Some Important Questions of Geography (GK) প্রশ্ন দেওয়া হল।

Some Important Questions of Geography (GK)

1. এশিয়ার বৃহত্তম বনভূমির নাম কী  ?
উত্তর=) তৈগা ।
2. এশিয়া তথা পৃথিবীর নিম্নতম হ্রদের নাম কী ? 
উত্তর=) মরুসাগর ।
3. এশিয়ার দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কী ? 
উত্তর=) আমুদরিয়া ।
4. এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম  কী ?
উত্তর=) স্তেপ ।
5. কোন নদীকে ‘স্বর্ণরেণুর নদী’ বলা হয় ?
উত্তর=) ইয়াঙ-সি-কিয়াঙ ।
6. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী ? 
উত্তর=) ইউরেশিয়ার সমভূমি ।
7. বাল্টিক ও টরাসের মাঝে কোন মালভূমি রয়েছে ? 
উত্তর=) তুরস্ক মালভূমি ।
8. গোবি কোন ধরণের মরুভূমি ? 
উত্তর=) নাতিশীতোষ্ণ ।
9. সেগুন,শাল,শিশু ও পলাশ কোন জাতীয় উদ্ভিদ ? 
উত্তর=) পর্ণমোচী ।
10. এশিয়ার মরুঅঞ্চলে কোন জাতীয় উদ্ভিদ জন্মায় ?  
উত্তর=) জেরোফাইট বা,জাঙ্গল উদ্ভিদ ।
11. এশিয়া মহাদেশের দুটি পর্বতগ্রন্থির  নাম কী ?
উত্তর=) পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি ।
12. কোন আবহবিকারের ফলে শিলায় মরচে ধরে ? 
উত্তর=) রাসায়নিক আবহবিকার ( অক্সিডেশন ) ।
13. পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী ? 
উত্তর=) তিব্বতের মালভূমি ।
14. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী ?
উত্তর=) সাইবেরিয়ান সমভূমি ।
15. তিব্বতের মালভূমি কী জাতীয় মালভূমি ? 
উত্তর=) পর্বতবেষ্টিত মালভূমি ।
16. মহারাষ্ট্রের মালভূমি কী জাতীয় মালভূমি ? 
উত্তর=) লাভা গঠিত মালভূমি ।
17. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতটির নাম কী ?
উত্তর=)  দক্ষিণ আমেরিকার আন্দিজ  পর্বতমালা ( ৮০০০ কিলোমিটার ) ।
18. 'Heart of Asia' কাকে বলে ?
উত্তর=) এশিয়ার মধ্যভাগের উচ্চভূমিকে ।
19. 4 O ' Clock Rain কাকে বলে ? 
উত্তর=) নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলে  বজ্রবিদ্যুৎ ও ঝড় সহকারে প্রবল পরিচলন  বৃষ্টিপাত হয় বলে একে 4 O 'Clock Rain' বলে ( বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২০০ থেকে ৪০০ সেন্টিমিটার ) ।
20. ‘আবহবিকার’ শব্দটি কোথা থেকে এসেছে ?
উত্তর=) আবহাওয়া থেকে ।
21. সিন্ধনদ কোন-কোন দেশের ওপর দিয়ে বয়ে চলে ? 
উত্তর=) চিন,ভারত ও পাক-ই-স্তান ।
22. ব্রহ্মপুত্র নদ কোন - কোন দেশের ওপর দিয়ে বয়ে চলে ? 
উত্তর=) চিন,ভারত ও বাংলাদেশ ।
23. ভারতের দ্বিতীয় বৃহত্তম বায়ু  বিদুৎকেন্দ্র কোথায় আছে ? 
উত্তর=) তামিলনাড়ুর মুপাগুলে ।
24. কোন রাজ্যের অধিবাসীরা নিজেদের 'কুভলি পাক' নামে ডাকেন ?
উত্তর=) মণিপুর রাজ্যের মায়েতেসেই অধিবাসীরা ।
25. সরকারিভাবে কাঞ্চনজঙ্ঘার শিখর বেশ কয়েকবার জয় হলেও , প্রত্যেক সফল অভিযাত্রীই শিখরের কয়েক মিটার  আগেই ফিরে এসেছেন কেন ? 
উত্তর=) সিকিমীরা এই শিখরকে দেবতার মতো পবিত্র মনে করেন বলে এর শিখরে পা রাখতে দেন না ।
26. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর=) সান্দাকফু ( ১২০২৪ ফুট ) ।
27. মাউন্ট এভারেস্টের সরকারি নাম কী ?
উত্তর=) P15
28. বাল্টিক সাগরের উৎপত্তি কোথা থেকে ? 
উত্তর=) আর্মেনীয় গ্রন্থি থেকে ।
29. তৈগা কী ধরণের বনভূমি ? 
উত্তর=) সরলবর্গীয় বনভূমি ।
30. জর্ডন নদী কোথায় পড়েছে ?
উত্তর=) মরুসাগরে ।
31. ইউরাল পর্বত ও ইউরাল নদী কোন দুই মহাদেশের সীমানায় আছে ?
উত্তর=) এশিয়া ও ইউরোপ ।
32. ফিলিপিন্স দ্বীপপুঞ্জ কোন ধরণের দ্বীপ ?
উত্তর=) আগ্নেয় দ্বীপ ।

 G.K for job test

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know