Breaking

Monday, April 13, 2020

Some GK Questions From General Science: সাধারণ বিজ্ঞান থেকে কিছু জিকে প্রশ্ন

সাধারণ বিজ্ঞান থেকে কিছু জিকে প্রশ্ন

Some GK questions from general science

 Some GK questions from general science


প্রিয় শিক্ষার্থীরা,   প্রত্যেক বছর সমস্ত কমপিটিশন পরীক্ষায় General Science থেকে প্রশ্ন(General Science GK) এসেই থাকে, তাই প্রচুর General Science GK প্রাক্টিস করা প্রয়োজন। নিচে Some GK Questions From General Science প্রশ্ন দেওয়া হল।


Some GK questions from general science


1. ক্যাট ফিস কোন মাছকে বলে? 
উত্তর=) শিঙি মাগুর।
2. হাতির বড় দাঁতটি কী প্রকৃতির? 
উত্তর=) ওপরের চোয়ালের কৃন্তক।
3. পেঁচানাে লেজ কোন সরীসৃপের থাকে? 
উত্তর=) বহুরূপী।
4. রানি মৌমাছি দিনে কতগুলি ডিম পাড়তে পারে?
 উত্তর=) 1,500 টি।
5. রেশম মথের কোকুনে কতটা তন্তু থাকে? 
উত্তর=) 900-1,400 মিটার।
6. রেশম তন্তুর রঞ্জকের নাম কী?
উত্তর=) জ্যান্থোফিল, ক্যারোটিন, কেম্বিসিন।
7. পশ্চিমবঙ্গের রেশম গবেষণা কেন্দ্র কোথায় আছে? 
উত্তর=) মুর্শিদাবাদের বহরমপুরে।
8. কোন প্রকার চিংড়ি মিষ্টি জলে চাষ করা  হয়? 
উত্তর=) গলদা চিংড়ি।
9. মধু ও ফুলের পরাগ মিশে কী তৈরি করে?
উত্তর=) বি ব্রেড।
10. ধানগাছের সবচেয়ে ক্ষতিকারক পেষ্ট কোনটি? 
উত্তর=) মাজরা পোকা।
11. ছিন্ন রেশম গুটি থেকে প্রাপ্ত সিল্ককে কী বলে?  
উত্তর=) মটকা।
12. স্যাকারিনের আপেক্ষিক মিষ্টত্ব কত?
উত্তর=) 40,000.
13. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম  কী?
উত্তর=) এনামেল।
14. মানবদেহের গুরুত্বপূর্ণ,কঠিন অ্যালকোহল বা,স্টেরল কোনটি?
উত্তর=) কোলেস্টেরল।
15. গ্যালাকটোজ  মানবদেহের কোথায় গ্লুকোজে পরিণত হয়?  
উত্তর=) লিভারে।
16. সাময়িকভাবে শ্বাসক্রিয়া বন্ধ হলে সেই ঘটনাকে কী বলা হয়? 
উত্তর=) অ্যাপনিয়া।
17. ফুসফুসের আবরণকে কী বলা হয়? 
উত্তর=) প্লরা
18. পিটুইটারির অবক্ষয় ঘটলে তাকে কী রোগ বলে? 
উত্তর=) Simmond's রোগ।
19. ব্রনারের গ্রন্থি কোথায় থাকে?  
উত্তর=) ক্ষুদ্রান্ত্রে।
20. কৃত্রিম বীজ প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী? 
উত্তর=) Murashige ও Skoog .
21. 'দ্বিনিষেক' (Double Fertilisation) প্রথম কে  আবিষ্কার করেন?
উত্তর=) Nawaschin.
22. ‘ল্যামড়া ফাজ’ কী ধরনের ভাইরাস?
উত্তর=) লাইসোজেনিক।
23. কানের বায়ুচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?  
উত্তর=) ইউস্টেচিয়ান নালী।
24. রক্তে পিত্ত রসের স্বাভাবিক মাত্রা কত?
উত্তর=) 0 . 2 - 1 mg / dl.
25. হেপারিন কোথায় উৎপন্ন হয়?
উত্তর=) বেসোফিল কর্ণিকায়।
26. মানুষের সবচেয়ে বড় লসিকাগ্রন্থি কোনটি? 
উত্তর=) প্লিহা।
27. সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? 
উত্তর=) যকৃৎ।
28. ফাইলেরিয়া কোন মশার মাধ্যমে বাহিত হয়?
উত্তর=) Culex মশা।
29. কোন শ্রেণির রক্তে কোনাে অ্যান্টিজেন নেই?
উত্তর=) 'O' Group.
30. শরীরের মধ্যেই রক্ত জমাট বেঁধে গেলে তাকে বলা হয়?
উত্তর=) থ্রম্বোসিস।
31. হৃৎস্পন্দনের আবেগ সৃষ্টি হয় কোথায়? 
উত্তর=) সাইনোএট্রিয়াল নোড (S.A.Node) থেকে।
32. নিউরোনের ‘সোয়ান কোশ’ কী কাজ  করে?
উত্তর=) মায়েলিন আবরণ গঠন।
 33. মরুলা দশায় ভ্রণে কত সংখ্যক কোশ থাকে?
উত্তর=) 16 - 32.
 34. রিলাক্সিন হর্মোন কী কাজ করে? 
উত্তর=) জরায়ুর শিথিলতা প্রদান করে।
 35. কোন রোগের চিকিৎসায় আর্সেনিক ও অ্যান্টিমনি যৌগ ব্যবহার করা হয়?
উত্তর=) ফাইলেরিয়া।
_________________________________________________________________________________ 

 G.K for job test

এই channel এ প্রতিদিন জেনারেল নলেজ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়া হয়। পোস্ট টি ভালো লাগলে পেজের ডান দিকের লাল রঙের  bell icon টা press  করে চ্যানেলটি  subscribe করুন পোস্ট  টি share  করুন।

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know