Some GK questions from Indian politics
![]() |
| Some GK questions from Indian politics |
প্রত্যেক বছর সমস্ত কমপিটিশন পরীক্ষায় Indian politics থেকে প্রশ্ন (Indian politics General Knowledge) এসেই থাকে, তাই প্রচুর Indian politics General Knowledge প্রাক্টিস করা প্রয়োজন।নিচে Some GK questions from Indian politics প্রশ্ন দেওয়া হল।
Some GK questions from Indian politics
উওর= সচিবরা ।
2 . কাদের নিয়ে 'রাজ্য রাষ্টকৃত্যক কমিশন' তৈরি হয় ?
উওর= একজন সভাপতি ও কয়েকজন সদস্য নিয়ে ।
3 . রাজ্যপালের বিরুদ্ধে কোনো দেওয়ানি অভিযোগ আনতে হলে কত মাস আগে নোটিশ দিতে হয় ?
উওর= ২ মাস আগে ।
4 . জেলা প্রশাসনের প্রশাসনিক প্রধান কে ?
উওর= জেলার কালেক্টর বা , রাজস্ব আদায়কারী তথা জেলা শাসক ।
5 . কেন্দ্রীয় সরকারের কোন স্থায়ী কমিশনের কোনো সাংবিধানিক ভূমিকা নেই ?
উওর= পরিকল্পনা কমিশন ।
6 . সংবিধানের কত ধারায় অঙ্গরাজ্যগুলিতে সরকারি কর্মচিারি নিয়োগের জন্য জনকৃত্যক কমিশন গঠনের কথা বলা হয়েছে ?
উওর= সংবিধানের ৩১৫ (১ ) ধারায় ।
7 . রাজ্যপাল কার পরামর্শে রাজ্য কৃত্যকের কর্মচারী নিয়োগ করেন ?
উওর= রাষ্ট্র কৃত্যক কমিশনের ।
8 . ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষকে ' রাজ্যসভা' বলা হয় কেন ?
উওর= রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে বলে।9 . কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে এখনকার আইনে অনধিক কত সদস্য লোকসভায় প্রতিনিধিত্ব করতে পারেন ?
উওর= ২০ জন ।
10 . কোন সংবিধান সংশোধনী আইনে ২০১০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তপশীলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা হয় ?
উওর= ৭৯ তম সংবিধান সংশোধনী ।
11 . কার হাতে ভারতে তালিকা বহির্ভূত 'অবশিষ্ট বিষয়' সম্পর্কে আইন তৈরির ক্ষমতা রয়েছে ?
উওর= ভারতীয় সংবিধানের হাতে।
12 . সরকারি আয় - ব্যয় তদারকির জন্য নিযুক্ত লোকসভার কমিটি কী কী ?
উওর= সরকারি গাণিতিক কমিটি ও ' আনুমানিক ব্যয় হিসাব কমিটি ।
13 . ন্যূনতম কত বছর বয়স থাকলে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হওয়া যায় ?
উওর= ৩৫ বছর বয়স ।
14 . ভারতের রাষ্টপতি পার্লামেন্টের কোন কক্ষে কত জন সদস্যকে মনোনীত করতে পারেন ?
উওর= উচ্চকক্ষ রাজ্যসভায় ১২ জন আর নিম্নকক্ষ লোকসভায় ২ জন ।
15 . ভারতে ড পরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে ?
উওর= প্রধানমন্ত্রী ।
16 . ভারতে 'নাগরিকত্ব আইন' কোন বছর চালু হয় ?
উওর= ১৯৫৫ ।
17 . সর্বভারতীয় ভিত্তিতে সংখ্যালঘুদের কল্যাণে জাতীয় সংহতি পরিষদ কবে তৈরি হয় ?
উওর= ১৯৮৬ ।
18 . অনগ্রসর শ্রেণিগুলি চিহ্নিতকরণের জন্য ১৯৫৩ সালের প্রথম কমিশনের সভাপতি ছিলেন ?
উওর= কাকাসাহেব কের্লকার ।
19 . কেন্দ্রীয় সরকারের কোন স্থায়ী কমিশনের কোনো সাংবিধানিক ভূমিকা নেই ?
উওর= পরিকল্পনা কমিশন ।
20 . জেলা প্রশাসন পরিচালনা করেন কে ?
উওর= জেলাশাসক ।
21 . প্রতিটি রাজ্যকে ভৌগোলিক দিক থেকে যতগুলি এককে ভাগ করা হয় , তার একেকটিকে কী বলা হয় ?
উওর= জেলা ।
22 . রাজ্যকৃত্যকের কর্মচারীরা কটি শ্রেণিতে বিভক্ত ?
উওর= ৪টি শ্রেণিতে ( Group A , B , C, D ) ।
23 . ভারতীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি কোনটি ?
উওর= জেলা প্রশাসন ।
24 . কটি জেলা নিয়ে এিপুরা রাজ্য তৈরি হয় ?
উওর= ৮টি ।
25 . যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা কে ?
উওর= মুখ্যসচিব ।
26 . রাজ্য কৃত্যকের কোন পদগুলি গেজেটেড ?
উওর= প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলি ।
27 . রাজ্য রাষ্টকত্যক কমিশনের সদস্যদেরকে কে নিয়োগ করেন ?
উওর= রাজ্যপাল ।
28 . রাজ্যের মন্ত্রীরা , তাঁদের কাজের জন্য প্রত্যক্ষভাবে কার কাছে দায়ী থাকেন ?
উওর= বিধানসভার কাছে ।
29 . প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা , চ্যান্সেলর হিসাবে কে কাজ করেন ?
উওর= রাজ্যের রাজ্যপাল ।
30 . মহকুমার প্রশাসন কে পরিচালনা করেন ?
উওর= মহকুমা শাসক ।
...................................................................................................................................................................

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know