Breaking

Wednesday, April 29, 2020

General Science GK Quiz Part-3: সাধারণ বিজ্ঞান জিকে কুইজ পার্ট -৩

General Science GK Quiz 

General Science GK Part-3 .
 General Science GK Part-3
নমস্কার  দর্শকেরা,প্রত্যেক বছর WBCS/RAIL/PSC/BANK ইত্যাদি পরীক্ষায় General Science থেকে এক-দুটি করে প্রশ্ন এসেই থাকে, তাই প্রচুর General Science প্রাক্টিস করা প্রয়োজন। নিচে এক সেট General Science GK Quiz দেওয়া হল। কুইজ সেটটিতে অংশগ্রহণ করুন ও মেধা যাচাই করুন।

1.নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় ?




... উত্তর b)
টিটেনাস।


2.তড়িৎচ্চালক বলের সঙ্গে নীচের কোন ভৌতরাশিটি সঙ্গতিপূর্ণ ?




... উত্তর d)
শক্তি।


3.পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
    FeS ও লঘু H2SO4
     
     

... উত্তর a)
FeS ও লঘু H2SO4 .


4.জল , বায়ু উভয় পরিবেশেই শ্বাসকার্য করতে পারে কোন প্রাণী ?




... উত্তর c)
A ত্ত B দু’টিই।


5.মাংসপেশীতে কতটা প্রোটিন থাকে ?




... উত্তর a)
20 % ।


6.অ্যামোনিয়ার অণুঘটকীয় জারণের মাধ্যমে NO উৎপন্ন করতে ব্যবহৃত অণুঘটক কোনটি ?




... উত্তর c)
প্ল্যাটিনাম।


7.কোনটি বংশগতির সঙ্গে সম্পর্কিত নয় ?




... উত্তর d)
দেশপ্রেম ।


8.ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের বর্ণ কেমন ?




... উত্তর a)
সাদা ।


9.মিথানোজনিক ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটি ?




... উত্তর c)
A ও B দু'টিই ।


10.কর্ষিকা কার গমন অঙ্গ ?




... উত্তর c)
হাইড্রা।


11.কোনটি তড়িৎবিশ্লেষ্য পদার্থ ?




... উত্তর a)
লবণ জল।


12.Biodiversity শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী ?




... উত্তর b)
ওয়ালটার জি রোসেন।


13.নিচের কোন বক্তব্যটি সঠিক নয় ?




... উত্তর d)
বহুপক্ষল পত্র – তেঁতুল ।


14.তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধরনের শক্তি কোন ধরনের শক্তিতে রূপান্তরিত হয় ?




... উত্তর a)
তড়িৎশক্তি - রাসায়নিক শক্তি ।


15.গ্রিণহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে ?




... উত্তর a)
15°C.


16.নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে কী হিসেবে ?




... উত্তর c)
ধাতব নাইট্রেট হিসেবে।


17.জলে অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি ?




... উত্তর a)
চিনি ।


18. সালোকশংশ্লেষ শব্দটি প্রথম ব্যাবহার করেন কোন বিজ্ঞানী ?




... উত্তর a)
বার্ণস ।


19.আয়নীয় যৌগ তড়িৎ পরিবহণ করে কোন অবস্থায় ?




... উত্তর d)
গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় ।


20.পরম স্কেলে জলের হিমাঙ্ক কত ?




... উত্তর a)
273 K .


21.বন্যপ্রাণী রক্ষা আইন কবে পাশ হয় ?




... উত্তর a)
1981 সালে ।


22.নিচের কোন বক্তব্য সঠিক ?




... উত্তর d)
সবই সঠিক (প্রাথমিক খাদক - ফড়িং,গৌন খাদক - ব্যাঙ ও অগৌণ খাদক - বাঘ)।


23.সিডারাইটের রাসায়নিক সংকেত কী ?
    FeCO3

... উত্তর a)
FeCO3 .


24. গ্রিণহাউস গ্যাসগুলির উষ্ণকরণ ক্ষমতার সঠিক ক্ৰমটি কী ?
     


... উত্তর a)
CFC > O3 > CH4 > CO2 .


25.ক্যাথোড রশ্মির উপাদান কী ?




... উত্তর a)
ইলেকট্রন ।

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know