Geography GK Question and Answer For Comparative Exam
![]() |
| Some questions from the geography of all comparative exams. |
নমস্কার দর্শকেরা,
রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষায় ( Geography GK Question) ভূগোল থেকে প্রচুর প্রশ্ন পড়ে। তাই আমরা বাছাই করা কয়েকটি ভূগোলের প্রশ্ন কুইজ আকারে তুলে ধরেছি। নিচে দেওয়া ভূগোলের সেটটি থেকে প্রাক্টিস করুন ও 'Show Answer' - এ ক্লিক করে স্ঠিক উওরটি দেখে নিন। কুইজের উত্তর দিয়ে আপনার মেধা যাচাই করুন।
Geography GK Question and Answer
1. ‘ দক্ষিণের ধান ভাণ্ডার ’ কোন রাজ্যকে বলা হয় ?উওর:) তামিলনাড়ু ।
2. প্রাগ জ্যোতিষপুর কোন শহরের পুরনো নাম ?
উওর:) গুয়াহাটি ।
3. ফিলিপিন্স কতগুলি দ্বীপ নিয়ে তৈরি ?
উওর:) ৭০০০টি ।
4. নেপালের শিবালিক পর্বতশ্রেণি কী নামে পরিচিত ?
উওর:) চুরিয়া মুরিয়া ।
5. ডিয়াগো গার্সিয়া দ্বীপটি আছে কোন মহাসাগরে ?
উওর:) ভারত মহাসাগরে ।
6. জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি কোন শহরে আছে ?
উওর:) মন্ট্রিলে ।
7. সৌরজগতের উজ্জ্বলতম ক্ষুদ্র গ্রহ কোনটি ?
উওর:) ভেস্তা ।
8. হাইড্রো পোনিক্স ’ শব্দের অর্থ কী ?
উওর:) মাটি ছাড়া জলে কৃষিকাজ ।
9. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহরটির নাম কী ?
উওর:) ফুন্টশেলিং ।
10. ভারতের কোন রাজ্যে কোকো চাষ হয় ?
উওর:) কর্ণাটক ও কেরল ।
11. কানাডার কোন শহরকে ‘ গে টাউন ’ বলে ?
উওর:) টরেন্টো ।
12. বৃন্দাবনে যমুনা নদী কী নামে পরিচিত ?
উওর:) কালিন্দী ।
13. নদিয়া জেলার সদর শহর কোনটি ?
উওর:) কৃষ্ণনগর ।
14. দক্ষিণ গোলার্ধে কোন মেরু নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় ?
উওর:) হ্যাডলির অকট্যান্ট ।
15. পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কী ?
উওর:) পূর্বাশা ।
16. শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উওর:) পেড্রো তালাগালা ( ৮ , ২৮১ ফুট ) ।
17. ভারতের কোন বন্দর থেকে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় ?
উওর:) কলকাতা ।
18. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উওর:) সৌদি আরবের কিং খালিদা আন্তর্জাতিক বিমানবন্দর ।
19. ভারতের প্রথম মহিলা বিদেশ সচিব কে ?
উওর:) চোকিলা আয়ার ।
20. কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত বিস্তৃত প্রাচীন রাজপথের নাম কী ?
উওর:) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ।
21. সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গোলা কোনটি ?
উওর:) আইও ( মঙ্গল গ্রহের উপগ্রহ ) ।
22. মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরটি আছে কোন দু'টি নদীর সঙ্গম স্থলে অবস্থিত ?
উওর:) কেলাং ও গোম্বক ।
23. পাক - ই - স্তানের দু’টি গিরিপথের নাম কী ?
উওর:) খাইবার ও বোলান ।
24. দ্বিতীয় সার্ক ( SAARC ) সন্মেলন কৰে কোথায় হয় ?
উওর:) ১৯৮৬ সালে , বেঙ্গালুরু শহরে ।
25. ‘ পঞ্চনদের দেশ ’ কোন রাজ্যকে বলা হয় ?
উওর:) পাঞ্জাবকে ।
_________________________________________________________________________________

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know