Breaking

Saturday, May 02, 2020

Geography GK Question and Answer For Comparative Exam

 Geography GK Question and Answer For Comparative Exam

Some questions from the geography of all comparative exams.
 Some questions from the geography of all comparative exams.

নমস্কার দর্শকেরা,

রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষায় ( Geography GK Question) ভূগোল থেকে প্রচুর প্রশ্ন পড়ে। তাই আমরা বাছাই করা কয়েকটি ভূগোলের প্রশ্ন কুইজ আকারে তুলে ধরেছি। নিচে দেওয়া ভূগোলের সেটটি থেকে প্রাক্টিস করুন ও 'Show Answer' - এ ক্লিক করে স্ঠিক উওরটি দেখে নিন। কুইজের উত্তর দিয়ে আপনার মেধা যাচাই করুন।

Geography GK Question and Answer

1. ‘ দক্ষিণের ধান ভাণ্ডার ’ কোন রাজ্যকে বলা হয় ?
উওর:) তামিলনাড়ু ।
2. প্রাগ জ্যোতিষপুর কোন শহরের পুরনো নাম ? 
উওর:) গুয়াহাটি ।
3. ফিলিপিন্স কতগুলি দ্বীপ নিয়ে তৈরি ? 
উওর:) ৭০০০টি ।
4. নেপালের শিবালিক পর্বতশ্রেণি কী নামে পরিচিত ?  
উওর:) চুরিয়া মুরিয়া ।
5. ডিয়াগো গার্সিয়া দ্বীপটি আছে কোন মহাসাগরে ?
উওর:) ভারত মহাসাগরে ।
6. জ্যাকাস কার্টিয়ার নামে সেতুটি কোন  শহরে আছে ? 
উওর:) মন্ট্রিলে ।
7. সৌরজগতের উজ্জ্বলতম ক্ষুদ্র গ্রহ কোনটি ? 
উওর:) ভেস্তা ।
8.  হাইড্রো পোনিক্স ’ শব্দের অর্থ কী ? 
উওর:) মাটি ছাড়া জলে কৃষিকাজ ।
9.  ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহরটির নাম কী ? 
উওর:) ফুন্টশেলিং ।
10. ভারতের কোন রাজ্যে কোকো চাষ হয় ? 
উওর:) কর্ণাটক ও কেরল ।
11. কানাডার কোন শহরকে ‘ গে টাউন ’ বলে ?
উওর:) টরেন্টো ।
12. বৃন্দাবনে যমুনা নদী কী নামে পরিচিত ?
উওর:) কালিন্দী ।
13. নদিয়া জেলার সদর শহর কোনটি ? 
উওর:) কৃষ্ণনগর ।
14. দক্ষিণ গোলার্ধে কোন মেরু নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় ?
উওর:) হ্যাডলির অকট্যান্ট ।
15. পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কী ? 
উওর:) পূর্বাশা ।
16. শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উওর:) পেড্রো  তালাগালা ( ৮ , ২৮১ ফুট ) ।
17. ভারতের কোন বন্দর থেকে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় ?
উওর:) কলকাতা ।
18. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি ? 
উওর:) সৌদি আরবের কিং খালিদা আন্তর্জাতিক বিমানবন্দর ।
19. ভারতের প্রথম মহিলা বিদেশ সচিব কে ? 
 উওর:) চোকিলা আয়ার ।
20. কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত বিস্তৃত প্রাচীন রাজপথের নাম কী ? 
উওর:) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ।
21. সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গোলা কোনটি ? 
উওর:) আইও ( মঙ্গল গ্রহের উপগ্রহ ) ।
22. মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর  শহরটি আছে কোন দু'টি নদীর সঙ্গম স্থলে অবস্থিত ? 
উওর:) কেলাং ও গোম্বক ।
23. পাক - ই - স্তানের দু’টি গিরিপথের নাম কী ?
উওর:) খাইবার ও বোলান ।
24. দ্বিতীয় সার্ক ( SAARC ) সন্মেলন কৰে কোথায় হয় ? 
উওর:) ১৯৮৬ সালে , বেঙ্গালুরু শহরে ।
25. ‘ পঞ্চনদের দেশ ’ কোন রাজ্যকে বলা হয় ?
উওর:) পাঞ্জাবকে ।
_________________________________________________________________________________

No comments:

Post a Comment

If you have any doubts, please let me know