ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে Part - 2
![]() |
ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে |
1. শিখিস্তানের দাবি প্রথম কে করেন ?
উত্তর:) জ্ঞানী কর্তার সিং ।
2. ভারতের বিসমার্ক কাকে বলা হয় ?
উত্তর:) সর্দার বল্লভ ভাই প্যাটেল ।
3. ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:) মানবেন্দ্রনাথ রায় ( ভারতের বাইরে ) ।
4. সুভাষচন্দ্র বসু কবে I.C.S পরীক্ষা দিতে ব্রিটেনে যান ?
উত্তর:) ১৯১৯ সালে ।
5. কোন জেলার সুভাষচন্দ্র বসুকে লাঠি দিয়ে পেটান ?
উত্তর:) সিম্পসন ।
6. ' ভারত মাতা ’ চিত্রটি কার আঁকা ?
উত্তর:) অবনীন্দ্রনাথ ঠাকুর ।
7. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন ?
উত্তর:) ‘ বেঙ্গলী ' ।
8. ব্রিটিশরা কাকে ' Surrender not ' বলতেন ?
উত্তর:) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ।
9. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?
উত্তর:) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
10. ‘ ওয়াভেল পরিকল্পনা ’ কোন বছর পেশ হয় ?
উত্তর:) ১৯৪৬ সালে ।
11. বঙ্গভঙ্গের লক্ষ্য কী ছিল ?
উত্তর:) বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দমানো।
12. মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয় ?
উত্তর:) ১৯০৫ সালের ১৬ অক্টোবর ।
13. ‘ আর্য সমাজ ’ এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:) দয়ানন্দ সরস্বতী ( ১৮৭৫ সালে ) ।
14. কোন বছর বঙ্গভঙ্গ রদ হয় ?
উত্তর:) ১৯১১ সালে ।
15. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কোন বছর ঘোষিত হয় ?
উত্তর:) ১৯৩২ সালে ।
16. কোন বছর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় ?
উত্তর:) ১৯১১ সালে ।
17. ‘পুনা চুক্তির সময় গান্ধীজী কোন জেলে বন্দি ছিলেন ?
উত্তর:) বারবেদা জেলে।
18. ‘ ক্রিপস মিশন ’ কোন বছর ভারতে আসে ?
উত্তর:) ১৯৪২ সালে ।
19. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন ?
উত্তর:) সর্দার বল্লভ ভাই প্যাটেল ।
20. ' Integration of Princely states ' মূলত কার প্রচেষ্টার ফল ?
উত্তর:) সর্দার বল্লভ ভাই প্যাটেল ও জয়ন্তনাথ চৌধুরী ।
21. ভারতে কে ওয়াহাবি মত প্রচার করেন ?
উত্তর:) আব্দুল আজিজের শিষ্য সৈয়দ আহমদ ।
22. ‘ নৌ বিদ্রোহ ' প্রথম কবে হয় ?
উত্তর:) ১৯৪৬ সালে ।
23. কোন জাহাজ প্রথম নৌবিদ্রোহ ঘোষণা করে ?
উত্তর:) তলোয়ার জাহাজ ।
24. ‘ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ’ কে ঘোষণা করেন ?
উত্তর:) রেমসে ম্যাকডোনাল্ড ।
25. ' ভারত কোন পথে ' বইটি কার লেখা ?
উত্তর:) জওহরলাল নেহেরু ।
26. কোন ভারতীয় রাজনৈতিক দল দ্বিজ নামে খ্যাত ?
উত্তর:) ভারতীয় কমিউনিস্ট পার্টি ( প্রথমে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে সোভিয়েত রাশিয়ায় ও তারপর ভারতে জন্ম হয় ) ।
27. ওয়াহাবি আন্দোলনের চরিত্র কী ?
উত্তর:) শুরুতে ধর্মীয় পুনরুজ্জীবনবাদী আন্দোলন হলেও কালক্রমে ব্রিটিশ - বিরোধী আন্দোলনে পরিণত হয় ।
28. ‘ গান্ধী - আরউইন চুক্তি ’ স্বাক্ষরিত হওয়ার পর মোহনদাস করমচাদ গান্ধী কোন গোল টেবিল বৈঠকে যোগ দেন ?
উত্তর:) দ্বিতীয় গোল টেবল বৈঠক ( ১৯৩১ সালে )।
29. ভারত শাসন আইন তৈরির কোন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না ?
উত্তর:) সাইমন কমিশনে ।
30.কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় ?
উত্তর:) ১৭৯৩ সালে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
G.K for job test
Every day, new job updates are made in this channel. If
you like the post, press the red bell icon on the right side of the page and
Subscribe the channel and share the post.

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know