Railway Group-D Exam Math Practice Set-1
![]() |
| রেলের Group - D পদের অঙ্কের এক সেট প্রশ্ন ( SET-1) |
নমস্কার দর্শকেরা,
রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষায় (Railway Group-D Exam Math) গণিত থেকে প্রচুর প্রশ্ন পড়ে। তাই আমরা বাছাই করা কয়েকটি গণিত কুইজ আকারে তুলে ধরেছি। নিচে দেওয়া গণিতের সেটটি থেকে প্রাক্টিস করুন ও 'Show Answer' - এ ক্লিক করে স্ঠিক উওরটি দেখে নিন। কুইজের উত্তর দিয়ে আপনার মেধা যাচাই করুন।
Railway Group-D Exam Math Practice: Set-1
1.একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য , প্রস্থ ও চার দেওয়াল - এর ক্ষেত্রফল যথাক্রমে ৪ মিটার , 6 মিটার ও 112বর্গ মিটার ঘরটির , উচ্চতা কত ?. মনে করি , উচ্চতা x মিটার । চার দেওয়ালের ক্ষেত্রফল = 112বর্গ মিটার । তাহলে , 2 ( 8 + 6 ) x বর্গ মিটার 112বর্গমিটার । তাহলে , 16x + 12x = 112 বা , 28x = 112 বা, x = 4 = 4 মিটার ।
2.A : B = 1 : 2 , B : C = 3 : 4 হলে A : B : C = কত ?
A : B = 1 : 2 = ( 1×3 ) : ( 2×3 ) = 3 : 6 B : C = 3 : 4 = (3 ×2 ) : ( 4×2 ) = 6 : 8 তাহলে , A : B : C = 3 : 6 : 8
3.প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় কত ?
( 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19 + 23 + 29 )÷10 = 12 .
4.362 +163+ 143 +
312= কত ?
1296+4096+2744+961=9097
5.কোন বক্তব্যটি সঠিক ?
সবকটি সত্য। (সময় = দূরত্ব ÷ বেগ ,বেগ = দুরত্ব ÷ সময় ,দুরত্ব = বেগ × সময়।)
6.( x4 -16 ) এর উৎপাদকগুলির সমষ্টি কত ?
x2 + 2x + 4
7.গড়ে মাসিক আয় রাম ও শ্যামের 1400 টাকা , শ্যাম ও হরির 1560 টাকা ও হরি ও রামের 1440 টাকা । রামের প্রকৃত আয় কত ?
রাম ও শ্যামের মােট আয় ( 1400 × 2 ) টাকা = 2800 টাকা । শ্যাম ও হরির মােট আয় ( 1560 × 2 ) টাকা = 3120 টাকা । হরি ও রামের মােট আয় ( 1440 × 2 ) টাকা = 2880 টাকা । মােট মাসিক আয়ের দ্বিগুণ =8800 টাকা । তাহলে , মােট মাসিক আয় = 4400 টাকা । তাহলে , রামের মাসিক আয় = (4400 – 3120 ) = 1280 টাকা ।

No comments:
Post a Comment
If you have any doubts, please let me know